চ্যাম্পিয়ন্স ট্রফি
সমালোচকদের ভারতের সাবেক স্পিনার বলেছেন, ঘরে বসে রুটিন কাজ করছেন বলেই রোজা রাখতে পারছেন।
Published : 08 Mar 2025, 04:04 PM
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেও সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে মোহাম্মদ শামিকে। তবে সেটা পারফরম্যান্সের জন্য নয়। মুসলমান হয়েও পবিত্র রমজান মাসে রোজা না রাখায় ভারতীয় পেসারকে ‘অপরাধী ও পাপী’ বলেছেন দেশটির এক মুসলিম ধর্মগুরু।
সাবেক সতীর্থকে ঘিরে এসব নেতিবাচক মন্তব্য একদমই পছন্দ হয়নি ভারতের সাবেক স্পিনার হারভাজান সিং। শামির সমালোচকদের দিকেই পাল্টা বিষাক্ত তির ছুড়েছেন তিনি।
গত মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ম্যাচটিতে ৪৮ রানে ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন শামি।
দিবা-রাত্রির ম্যাচটিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা ভারতের বোলিং শুরু করেন শামি। প্রথম ওভার করার পরই তাকে দেখা যায় বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে কিছু একটা পান করতে।
রমজান মাসে রোজা না রাখায় তার উদ্দেশ্যে প্রকাশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন মাওলানা শাহাবুদ্দিন রেজভি নামের ভারতীয় এক মুসলিম ধর্মশুরু। আর এটাই মানতে পারছেন না হারভাজান।
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় হারভাজান বলেন, খেলাধুলায় শামির নিবেদনের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয়। তার মতে, দুবাইয়ের অতিরিক্ত গরমের মধ্যে রোজা রেখে খেলা প্রায় অসম্ভব।
“আমি শুধু বলতে চাই, এটা আমার ব্যক্তিগত মতামত-আমি ভুল বা সঠিক হতে পারি। খেলাধুলাকে আলাদা করে দেখা উচিত। যারা মনে করেন, ধর্ম এই ভূমিকা পালন করছে বা সেই ভূমিকা পালন করছে, আমার মনে হয় নিয়ম করে কোনো কিছু করা অবশ্যই ভালো ব্যাপার- যেটা আপনি ধর্মে করে থাকেন। কিন্তু যারা আশা করে, শামি এটা করবে বা রোহিত শার্মা এটা করবে বা অন্য কেউ একটা নির্দিষ্ট সময়ে এটা বা ওটা করবে, এটা ঠিক নয়।”
“আপনি হয়তো ঘরে বসে আছেন বা নিজের রুটিন ওয়ার্ক করছেন, তাই এসব করতে পারছেন। কিন্তু খেলোয়াড় হিসেবে খেলতে নামলে, পরিমাণ মতো পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যাবে, ভেঙে পড়বে। আর তারা যে পরিমাণ গরমে খেলছে, আমি মনে করি তাদের পানি পান করা দরকার। পানি কিংবা হালকা খাবার ছাড়া তারা খেলতে নামতে পারে না।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে দেশটিতে যায়নি ভারত। তাই নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে রোহিত শার্মাদের ম্যাচগুলো আয়োজন করছে আইসিসি। একই মাঠে সব ম্যাচ খেলার যে সুবিধা পাচ্ছে ভারত, তা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা, সমালোচনা।
মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে ভারত এখন টুর্নামেন্টের ফাইনালে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচটিও হচ্ছে দুবাইয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে রোববার শিরোপার জন্য লড়বে তারা। সব কিছু ঠিক থাকলে ম্যাচটিতে খেলার কথা শামিরও।