বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানা খাতুনকে।
Published : 02 Dec 2024, 07:17 PM
ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার টি-টোয়েন্টির দরজাও খুলল শারমিন আক্তারের। দলের মূল ব্যাটার হয়েই প্রায় দুই বছর পর ২০ ওভারের সংস্করণে ফিরলেন তিনি। এছাড়া প্রায় ছয় বছর পর জাতীয় দলে ডাক পেলেন জান্নাতুল ফেরদৌস।
আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার দিন প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ বিশ্বকাপের দল থেকে পরিবর্তন চারটি।
চোটের কারণে ছিটকে গেছেন সাথি রানি। টানা খেলার ধকল সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই নিয়মিত বোলার মারুফা আক্তার ও সুলতানা খাতুনকে। আর ওয়ানডের পর টি-টোয়েন্টি দল থেকেও জায়গা হারিয়েছেন দিশা বিশ্বাস।
শারমিন ও জান্নাতুলের সঙ্গে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম।
গত অগাস্ট-সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১৫৪ রান করেন শারমিন। চট্টগ্রামের হয়ে ৩৮.৫০ গড় ও ৮৭.০১ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। পরে জাতীয় ক্রিকেটারদের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচেও উন্নতির আভাস দেন তিনি।
সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্যুতি ছড়ান শারমিন। তিন ম্যাচে দুটি ফিফটিসহ ৭০.৩৩ গড় ও ৮৭.৯২ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ২১১ রান। সিরিজে ২৯টি চার মারেন তিনি।
বিসিবির ভিডিওবার্তায় নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, জাতীয় লিগ থেকে ধারাবাহিক উন্নতি দেখেই শারমিনকে এখন দলের মূল ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
"জাতীয় লিগ থেকে শারমিন ভালো খেলতে শুরু করেছে। ওর ব্যাটিংয়ের ধরন পরিবর্তন হয়েছে। সেখানে ৩-৪ নম্বরে খুবই ইতিবাচক ব্যাটিং করেছে। সেটা আমাকে প্রলুব্ধ করেছে ওকে ফেরানোর ব্যাপারে।"
"এছাড়া প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছে। এর ছাপও আপনারা দেখতে পাচ্ছেন ওয়ানডেতে। তাই সে অটোমেটিক চয়েজ হয়ে গেছে। আশা করি সে ধারাবাহিক হবে। ব্যাটিং অর্ডারে হয়তো এদিক-ওদিক হতে পারে। তবে এখন সে আমাদের মূল ব্যাটার।"
সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন শারমিন। তার চেয়েও লম্বা সময় পর ফিরেছেন ২৪ বছর বয়সী জান্নাতুল। ২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি অভিষেকের পর আর ম্যাচ খেলেননি তিনি।
মাঝে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জান্নাতুল। সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেট খেলেন বেশ কয়েক বছর। পরে আবার দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে মন দেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে খেলার পর এবার ডাক পেলেন জাতীয় দলে।
আইরিশদের বিপক্ষে পেস অলরাউন্ডার দিশার জায়গায় নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার জান্নাতুলকে। ঘরের মাঠে খেলা হওয়ায় মূলত স্পিনে বিকল্প বাড়ানোর কথা বলেছেন নির্বাচক সাজ্জাদ।
এছাড়া অফ স্পিনার সুলতানার বদলে বাঁহাতি স্পিনার সানজিদা ও তরুণ পেসার মারুফার জায়গায় এসেছেন বাঁহাতি পেসার ফারিহা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার, শনিবার ও সোমবার হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার, সানজিদা আক্তার
দলে ফিরলেন: শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম
চোটের কারণে নেই: সাথি রানি
বিশ্রামে: মারুফা আক্তার, সুলতানা খাতুন
বাদ পড়লেন: দিশা বিশ্বাস