৪২ রানের সময় হেলমেটে বল লাগার পর মাঠ ছেড়ে যান অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।
Published : 22 Jan 2024, 12:11 PM
কনকাশনের সঙ্গে উইল পুকোভস্কির নিয়তি যেন বাঁধা হয়ে গেছে। কনকাশনের ছোবলে তার সম্ভাবনাময় ক্যারিয়ার থমকে গেছে বারবার। আরও এক দফায় সেই শঙ্কায় পড়েছিলেন তিনি। তবে এবার গুরুতর কিছু হয়নি অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের।
ভিক্টোরিয়ার দ্বিতীয় একাদশের হয়ে একটি ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার পেসার ডেভিড গ্রান্টের শর্ট বলে হুক করার চেষ্টায় বল লাগে পুকোভস্কির হেলমেটে।
তখন ৪২ রানে ব্যাট করছিলেন তিনি। মাঠে কনকাশন পরীক্ষা করিয়ে খেলা চালিয়ে গেলেও চার বল পরই মাঠ ছেড়ে যান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। তার কনকাশনের ইতিহাসের কারণেই শঙ্কা জেগে ওঠে আরও একবার। তবে এবার তা বাজে পর্যায়ে যায়নি। মাঠের বাইরে আরও পরীক্ষার পর তাকে ব্যাটিং শুরু করার অনুমতি দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন হিসেবে ২০২১ সালে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। অভিষেকে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই টেস্টেই ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে যান। এরপর আর কোনো ম্যাচে তার খেলা হয়নি। বরং বারবার কনকাশনের থাবায় ক্যারিয়ারই পথচ্যুত হয়ে যায়।
সব মিলিয়ে ১১ দফায় কনকাশনের শিকার হয়েছেন পুকোভস্কি। ২০২২ সালে শেষ পর্যন্ত মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিও নেন।
পরে মাঠে ফিরেছেন তিনি। তবে টেস্ট দল থেকে এখন তিনি অনেক দূরে। এক বছর পর চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে ফিরে চারটি ম্যাচ খেলেছেন তিনি। ফিফটি করতে পেরেছেন একটি।
২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত পুরো এক মৌসুম তিনি খেলতে পারেননি।