নারী ক্রিকেট
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেছে সিটি ক্লাব ও জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব।
Published : 13 Jun 2024, 07:41 PM
শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগের দিনই। তবে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে অবনমনের হিসাব ঝুলে ছিল শেষ দিন পর্যন্ত। ম্যাচ জিতেও ক্লাব ক্রিকেটের শীর্ষ লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেছে সিটি ক্লাব। আরও এক পরাজয়ে তাদের সঙ্গী জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব।
শেষ দিনের কোনো ম্যাচেই তেমন রান হয়নি। সানজিদা ইসলামের ফিফটির পরও খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ রানে হারায় সিটি ক্লাব। মেহেরুন নেসা জয়ার ঘূর্ণিতে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে গুঁড়িয়ে দেয় কলাবাগান ক্রীড়া চক্র ও নিশিথা আক্তারের বোলিংয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে জেতে বিকেএসপি।
ম্যাচ জিতেও অবনমিত সিটি ক্লাব
বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলাঘরের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪ রানে জেতে সিটি ক্লাব। আগে ব্যাট করে ১৪৮ রানে গুটিয়ে যায় খেলাঘর।
দফায় দফায় বৃষ্টির বাগড়া পড়ে সিটি ক্লাবের রান তাড়া। শেষ পর্যন্ত ২৮.২ ওভারে তারা ৬ উইকেটে ১০১ রান করার পর আর খেলা সম্ভব হয়নি। তাই ডিএলএস পদ্ধতিতে তাদের জয়ী ঘোষণা করা হয়।
খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন অধিনায়ক সানজিদা। ১৪৪ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।
সিটি ক্লাবের হয়ে ৩টি করে উইকেট নেন গার্গি ওয়াঙ্কার ও সুমা রানি রায়।
পরে ব্যাট হাতে সিটি ক্লাবকে জেতাতে অবদান রাখেন সুমাইয়া আইরিন (২৬), মিষ্টি রানি (১২), গার্গিরা (১২)।
খেলাঘরের হয়ে বল হাতে ৪ উইকেট নেন খাদিজাতুল কুবরা। ৮ ইনিংসে ২৩ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে থেকে লিগ শেষ করলেন তিনি।
ম্যাচ জিতলেও ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকায় অবনমন ঘটেছে সিটি ক্লাবের। সমান পয়েন্ট বাংলাদেশ আনসার ও ভিডিপিরও। তবে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে লিগে টিকে গেছে তারা।
জয়ার ঘূর্ণিতে জিতল কলাবাগান
বিকেএসপির ১ নম্বর মাঠে জাবিদ আহসান সোহেলকে ৯ উইকেটে হারায় কলাবাগান। ৪৮ রানের লক্ষ্য ১২.৩ ওভারে ছুঁয়ে ফেলে তারা। দুই ইনিংস মিলে খেলা হয় মোটে ৪৩.৩ ওভার।
৯ ম্যাচের মধ্যে ৮ পরাজয় ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে ফের প্রথম বিভাগে নেমে গেছে এবারই প্রিমিয়ার লিগে উঠে আসা জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। ছয় নম্বরে থেকে লিগ শেষ করেছে কলাবাগান।
১০ ওভারে ৩ মেডেনসহ ১৯ রানে ৪ উইকেট নিয়ে কলাবাগানের জয়ের মূল কারিগর জয়া। এছাড়া ১৩ রানে ৩ উইকেট নেন মুমতা হেনা হাসনাত।
ছোট লক্ষ্যে মৃদুলা খাতুন খেলেন ২১ রানের ইনিংস।
হেরেও টিকে রইল আনসার ও ভিডিপি
ডিএলএস পদ্ধতিতে বিকেএসপির বিপক্ষে ৪ উইকেটে হেরেও প্রিমিয়ার লিগে টিকে রইল বাংলাদেশ আনসার ও ভিডিপি।
আগে ব্যাট করে ৯৮ রানে গুটিয়ে যায় আনসার ও ভিডিপি। ৪৭ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ১০০ রানের। ৩৩ ওভারে সেটি ছুঁয়ে ফেলে বিকেএসপি।
৯ ম্যাচে সিটি ক্লাবের সমান ৫ পয়েন্ট আনসার ও ভিডিপি। তবে নেট রান রেটে সিটির ক্লাবের (-২.৬৮১) চেয়ে এগিয়ে তারা (-০.২৭৪)। ৯ ম্যাচে ৬ জয়ে চতুর্থ হয়েছে বিকেএসপি।
৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিশিথা। রান তাড়ায় ফাহমিদা ছোঁয়া ৪২ ও সুমাইয়া আক্তার করেন ২৭ রান।