বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের আন্দ্রিয়েস হাউস ও অ্যারন জোন্স।
Published : 02 Jun 2024, 12:29 PM
প্রথম ওভারেই স্টিভেন টেইলরের বিদায়ে নামলেন আন্দ্রিয়েস হাউস। কিছুক্ষণ আরেক ওপেনার ফিরলে যোগ দিলেন অ্যারন জোন্স। বিশাল লক্ষ্য তাড়ায় তখন ধুঁকছে যুক্তরাষ্ট্র। চাপের মুখে পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন হাউস ও জোন্স। চার-ছক্কার বৃষ্টিতে দলকে জেতানোর পাশাপাশি গড়লেন একাধিক রেকর্ড।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাত্র ৫৮ বলে ১৩১ রানের বিধ্বংসী জুটি গড়েন জোন্স ও হাউস। ১৯৫ রানের লক্ষ্যে সপ্তম ওভারে ২ উইকেটে ৪২ রান নিয়ে জোট বাঁধেন তারা দুজন। ষোড়শ ওভারে হাউস ফেরার সময় স্কোরবোর্ডে ১৭৩ রান। পরে বাকি কাজ সারেন জোন্স।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের হয়ে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ড ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সুশান্ত মোদানি ও গাজানান্দ সিংয়ের ১১০ রান। হাউস ও জোন্সের ঝড়ে হয়েছে আরও বেশ কিছু রেকর্ড।
একনজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড
১৯৭/৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের ২০১৪ সালে করা ১৯৩ রান টপকে রেকর্ডটি নিজেদের করেছিল কানাডা। ঘণ্টা দুইয়ের ব্যবধানে তা কেড়ে নেয় যুক্তরাষ্ট্র।
১৯৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত এপ্রিলে কানাডার বিপক্ষেই ১৬৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে জিতেছিল তারা।
বিশ্বকাপে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর মাত্র দুটি। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ২৩০ রান এবং ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২০৬ রান।
১৩১
যে কোনো উইকেটে এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের জুটি। বিশ্বকাপে তৃতীয় উইকেটে এর চেয়ে বড় জুটি আছে আর একটি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যানের ১৫২ রান।
১৪.২৯
বিধ্বংসী জুটিতে ওভারপ্রতি ১৪.২৯ রান করে নেন হাউস ও জোন্স। বিশ্বকাপের ইতিহাসে ১০০ বা তার বেশি রানের ৪৪টি জুটির মধ্যে এটি সবচেয়ে দ্রুত রান করার রেকর্ড।
২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওভারপ্রতি ১৩.৪৬ রান নিয়ে চতুর্থ উইকেটে ১০১ রানের অবিছিন্ন জুটি গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন ও অ্যান্ড্রু পয়েন্টার।
১০
স্বাগতিকদের জেতানোর পথে ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জোন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১টি ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এছাড়া ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইলের ব্যাট থেকে এসেছিল ১০ ছক্কা।
২৩৫.০০
কানাডার বোলারদের কচুকাটা করে ২৩৫ স্ট্রাইক রেটে ৯৪ রান করেন জোন্স। বিশ্বকাপে অন্তত ৩০ বল খেলা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট এটি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৭০ রান করেছিলেন ভারতের ইউভরাজ সিং।
৩৩
যুক্তরাষ্ট্রের ইনিংসে চতুর্দশ ওভারে ৩ ছক্কা ও ২ চারে ১১ বলের ওভারে মোট ৩৩ রান দেন জেরেমি গর্ডন। বিশ্বকাপে এর চেয়ে খরুচে ওভার আছে আর একটি। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে ছয় ছক্কায় ইউভরাজের ৩৬ রান।