২০০৭ বিশ্বকাপের পথ অনুসরণ করবে ভারত, আশায় শাস্ত্রী

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে বলে মনে করেন দেশটির সাবেক অলরাউন্ডার ও কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 03:20 PM
Updated : 12 May 2023, 03:20 PM

টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপের আগে অনেক রদবদল এসেছিল ভারত দলে। নেতৃত্ব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বাদ পড়েছিলেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের মতো অভিজ্ঞরা। তবে সাফল্য ধরা দিয়েছিল ঠিকই। এই সংস্করণে আগামী বিশ্বকাপের আগে ২০০৭ সালের মতো কিছু দেখার আশায় দেশটির সাবেক অলরাউন্ডার ও কোচ রবি শাস্ত্রী।

২০০৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর। ওই টুর্নামেন্টের আগে ২০ ওভারের সংস্করণে কেবল একটি ম্যাচ খেলেছিল ভারত, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিরেন্দর শেবাগ।

পরে বিশ্বকাপের জন্য ভারতের অধিনায়কত্ব দেওয়া হয় ধোনিকে। রোহিত শর্মা, রবিন উথাপা, ইরফান পাঠান, পীযুষ চাওলাদের মতো তরুণদের নিয়ে দলকে বৈশ্বিক শিরোপা এনে দেন এই কিপার-ব্যাটসম্যান। ধোনির নেতৃত্বে ২০১৪ সালের আসরেও ফাইনালে ওঠে ভারত, তবে সেবার শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা। এরপর আর ফাইনালও খেলতে পারেনি দলটি।

এখন ভারতের তিন সংস্করণের অধিনায়ক রোহিত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে সেমি-ফাইনাল খেলে ভারত। চোট, বিশ্রাম মিলিয়ে এরপর আর এই সংস্করণে দেশের হয়ে মাঠে নামা হয়নি রোহিতের। তার ডেপুটি লোকেশ রাহুলেরও একই অবস্থা।

এই দুইজনের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্বে দেন হার্দিক পান্ডিয়া। তার অধিনায়কত্বে ৮ টি-টোয়েন্টির পাঁচটি জিতেছে দলটি, হার দুটিতে, একটি টাই।

শাস্ত্রীর আশা, ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পান্ডিয়ার কাঁধে পাকাপাকিভাবে টি-টোয়েন্টির দায়িত্ব তুলে দেবে ভারত।

“খেলার যোগ্যতা সবাই অর্জন করতে পারে, তবে আমার মনে হয় হার্দিক নেতৃত্ব দেবে। সামনের দুটি বিশ্বকাপ (২০২৩ ওয়ানডের বিশ্বকাপের পর) টি-টোয়েন্টি ক্রিকেটের। বর্তমানে সে-ই ভারত টি-টোয়েন্টি দলের (স্ট্যান্ডবাই) অধিনায়ক। ফিট থাকলে সে দায়িত্ব চালিয়ে যাবে। আমার মনে হয়, তারা (নির্বাচকরা) নতুন লক্ষ্যে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে তরুণদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। প্রায় নতুন দল গড়া যেতে পারে; একেবারে নতুন না হলে কয়েকজন নতুন মুখ থাকবে।”

“ভারত যে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছে, ওই দল থেকে অনেকে থাকবে, তবে কয়েকজন নতুন মুখ থাকবে। কারণ এই বছরের আইপিএলে আমরা কয়েকজন সতেজ তরুণ প্রতিভা দেখেছি।”

শাস্ত্রী মনে করছেন, ১৬ বছর আগে ধোনি যা করেছিলেন, তেমন কিছুই দলকে উপহার দিতে পারবেন পান্ডিয়া।

“আমার মনে হয়, তারা (নির্বাচকরা) ২০০৭ সালের পথ অনুসরণ করবে। প্রতিভাবান ক্রিকেটারদের বিবেচনায় নেওয়া হবে এবং দল নির্বাচনের ক্ষেত্রে হার্দিকের সামনে অনেক বিকল্প থাকবে। কারণ তার ধারণা ভিন্ন হবে। আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে খেলছে সে, অনেক খেলোয়াড়কে দেখছে। তার নিজস্ব ভাবনা থাকবে।”