১০ আসর পর আবার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রিজবেন হিট।
Published : 24 Jan 2024, 05:02 PM
শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিলেন জশ ব্রাউন। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান এবার করলেন ফিফটি। সঙ্গে বাকিদের অবদানে লড়ার মতো সংগ্রহ গড়ল ব্রিজবেন হিট। পরে স্পেন্সার জনসনের দুর্দান্ত বোলিংয়ে সিডনি সিক্সার্সকে গুঁড়িয়ে বিগ ব্যাশের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ত্রয়োদশ আসরের ফাইনালে ৫৪ রানে জিতেছে ব্রিজবেন। বুধবার ১৬৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দিয়েছে স্রেফ ১১২ রানে।
১০ আসর পর বিগ ব্যাশে ফের শিরোপার স্বাদ পেল ব্রিজবেন। ২০১২-১৩ মৌসুমে পার্থ স্কর্চার্সকে হারিয়ে ট্রফিতে প্রথমবার চুমু এঁকেছিল দলটি।
ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪৩ হাজারের বেশি দর্শকের সামনে চতুর্থবার শিরোপা জয়ের আশায় ছিল সিডনি। ট্রফিটি তারা সবশেষ জিতেছিল ২০২০-২১ মৌসুমে।
ব্রিজবেনের এবারের জয়ের নায়ক জনসন চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। জাভিয়ার বার্টলেট ও মিচেল সোয়েপসন ধরেন দুটি করে শিকার।
ম্যাচের প্রথমভাগে আলো ছড়ানো ব্রাউন ৩ ছক্কা ও ৫ চারে ৩৮ বলে করেন ৫৩ রান। আগের ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ ছক্কার রেকর্ড গড়ে ১৪০ রান করেছিলেন তিনি।
ব্রাউনের পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পাওয়া ম্যাট রেনশ, ৪০ রান করেন তিনি। এছাড়া কার্যকর দুটি ইনিংস খেলেছেন ন্যাথান মেক্সউইনি (৩৩) ও ম্যাক্স ব্রায়ান্ট (২৯)।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না ব্রিজবেনের, ইনিংসের পঞ্চম বলেই তারা হারায় উইকেট। এরপর ৮৫ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন ব্রাউন ও মেক্সউইনি। তিন বলের মধ্যে থিতু দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।
রেনশ ও ব্রায়ান্ট মিলে আরেকটি পঞ্চাশোর্ধ (৫৭) জুটি গড়েন। তবে শেষ দিকে ২০ রানে ৫ উইকেট হারানোয় আশানুরূপ বড় সংগ্রহ গড়তে পারেনি ব্রিজবেন।
সিডনির হয়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন শন অ্যাবট।
রান তাড়ায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় সিডনি। তৃতীয় বলে ড্যানিয়েল হিউজ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তাদের ইনিংসে কেউ পার করতে পারেননি ২৫ রানও।
ভালো শুরু পেয়েছিলেন জশ ফিলিপস ও মোইজেস হেনড্রিকস। কিন্তু তারা পারেননি বড় ইনিংস খেলতে। দলের সর্বোচ্চ ২৫ রান আসে অধিনায়ক হেনড্রিকসের ব্যাট থেকে, ফিলিপস করেন ২৩।
ইনিংসে বড় কোনো জুটিই পায়নি সিডনি। সবচেয়ে বড় ৩১ রানের যুগল ছিল জ্যাক এডওয়ার্ডস ও ফিলিপসের মধ্যে। এমন ব্যাটিং ব্যর্থতায় জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি তারা।