টি-টোয়েন্টি বিশ্বকাপ
মাঠ থেকে হোটেলের দূরত্ব অনেক বেশি হওয়ায় সেটি বদলে কাছাকাছি দূরত্বে গিয়েছে পাকিস্তান।
Published : 07 Jun 2024, 12:49 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে আবাসন ও দীর্ঘ ভ্রমণ নিয়ে নানান অভিযোগের মধ্যে এবার বদলে দেওয়া হলো পাকিস্তানের টিম হোটেল। নিউ ইয়র্কে পূর্ব নির্ধারিত হোটেলের বদলে মাঠের আরও কাছাকাছি থাকবে বাবর আজমের দল।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দু দিন পর একই মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই দুই ম্যাচ খেলতে শুক্রবার ডালাস থেকে নিউ ইয়র্ক যাওয়ার কথা পাকিস্তানের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে মাঠ থেকে প্রায় দেড় ঘণ্টা দূরত্বের হোটেলে পাকিস্তানের আবাসন ব্যবস্থা করা হয়েছিল। সেটি নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিল পাকিস্তান।
তবে পূর্ব নির্ধারিত হোটেল বদলানোর নজির খুব একটা নেই এসব টুর্নামেন্টে। তাই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পরে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে হোটেল বদলের ব্যবস্থা করেছেন।
পরিবর্তিত ঠিকানায় এখন লং আইল্যান্ডের একটি হোটেলে উঠবে পাকিস্তান। নিউ ইয়র্কের মাঠ থেকে এর দূরত্ব মাত্র দশ মিনিটের।
ভারতীয় দলও দশ মিনিট দূরত্বের হোটেলেই অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে নিউ ইয়র্কে তারা। আইরিশদের বিপক্ষে ম্যাচটিও এই মাঠে খেলেছে রোহিত শার্মার দল।
এর আগে নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার সময় আবাসন নিয়ে অভিযোগ করে শ্রীলঙ্কাও। মাঠ থেকে প্রায় দেড় ঘণ্টা দূরত্বের হোটেলে রাখা হয় তাদের। সকালে ম্যাচ হওয়ায় খুব ভোরে রওনা করতে হয় লঙ্কানদের।
পরে দলটি ম্যানেজার মাহিন্দা হালানগোদা জানান, আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে তারা। স্পিনার মাহিশ থিকশানা এটিকে 'অন্যায্য' বলে মন্তব্য করেন। আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়, এখন কোনো ব্যবস্থা নেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে।
বিশ্বকাপে সাধারণত অংশগ্রহণকারী দলগুলোর আবাসন ব্যবস্থার দেখভালের জন্য স্বাগতিক ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির সঙ্গে মিলিতভাবে কাজ করে আইসিসি।