চ্যাম্পিয়ন্স ট্রফি
তবে, অলরাউন্ডার রাচিন রাভিন্দ্রাকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পেয়েছে নিউ জিল্যান্ড।
Published : 14 Feb 2025, 03:15 PM
চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর দিন কয়েক আগে বড়সড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে পুরো আসর শেষ হয়ে গেল পেসার বেন সিয়ার্সের।
নিউ জিল্যান্ড ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে সিয়ার্সের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
“বুধবার করাচিতে দলের প্রথম অনুশীলনে বাঁ হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করেন সিয়ার্স এবং পরে করানো স্ক্যানে দেখা গেছে যে, কিছুটা ছিঁড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহের পুনর্বাসন দরকার।”
সিয়ার্সের পরিবর্তে বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন জ্যাকব ডাফি, পাকিস্তানে চলতি ত্রিদেশীয় সিরিজের দলে আগে থেকেই আছেন ৩০ বছর বয়সী এই পেসার।
সিয়ার্সের চোটের হতাশার মাঝে দলটি ঘিরে একটা ইতিবাচক খবরও আছে।
গত শনিবার ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে কপালে চোট পান রাচিন রাভিন্দ্রা। তবে তাকে ঘিরে গুরুতর শঙ্কা কেটে গেছে। দলের সঙ্গে হালকা অনুশীলনেও ফিরেছেন তিনি। তবে এখনও কনকাশন প্রটোকল মেনে চলতে হবে রাভিন্দ্রাকে।
ইতোমধ্যে অবশ্য প্রথম ‘হেড ইনজুরি অ্যাসেসমেন্ট’ (এইচআইএ)-এ উৎরে গেছেন রাভিন্দ্রা। তবে নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, আঘাত পাওয়ার পরের কয়েক দিনে মাথা ব্যথায় ভুগেছেন এই ক্রিকেটার। ফলে পুরোদমে মাঠে ফিরতে এইচআইএ-এর আরও কিছু পরীক্ষায় তাকে পাস করতে হবে।
তাই শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে রাভিন্দ্রা খেলছেন না। আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই লড়াইয়েও রাভিন্দ্রাকে পাওয়ার তেমন সম্ভাবনা নেই কিউইদের।
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর চলতি ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লকি ফার্গুসন। খেলছেন না ফাইনালেও। তাকে নিয়েও সুখবর দিয়েছেন স্টেড। আগামী রোববার করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম-আপ ম্যাচেই মাঠে নামতে পারেন এই পেসার।