আইপিএলের সবকটি আসরে খেলা ক্রিকেটার এই চার জন।
Published : 31 Mar 2025, 10:46 PM
ঠিক যেন গত আসরের পুনরাবৃত্তি। সেবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে নেমেছিলেন মানিশ পান্ডে। এক বছর পর একই মাঠে দল দুটির লড়াইয়ে প্রায় একইরকম পরিস্থিতিতে একইভাবে ব্যাটিংয়ে নামলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। এতে একটি কীর্তিও গড়া হয়ে গেল তার। আইপিএলের সবকটি আসরে খেলা স্রেফ চতুর্থ ক্রিকেটার তিনি।
এই তালিকায় ভারতীয় ক্রিকেটের তিন মহীরুহ মাহেন্দ্র সিং ধোনি, ভিরাট কোহলি ও রোহিত শার্মার পাশে বসেছেন মানিশ। এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে ১৮ আসরের সবগুলোতে একই দলের (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) হয়ে খেলেছেন কোহলি। দুটি করে দলের হয়ে খেলেছেন ধোনি ও রোহিত। মানিশ খেলেছেন ভিন্ন সাত দলের হয়ে।
তবে আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় ধোনি, রোহিত ও কোহলি যেখানে শীর্ষ চারের মধ্যে আছেন, মানিশ সেখানে আছেন ১৯ নম্বরে।
গত আসরে কলকাতার হয়ে একটি ম্যাচই শুধু খেলার সুযোগ পান তিনি। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে ওই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। এরপরই মানিশকে ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে নামানো হয় আগেই আউট হয়ে যাওয়া আঙ্করিশ রাঘুভানশির জায়গায়। দুটি করে চার ও ছক্কায় ৩১ বলে ৪২ রান করে দলকে দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। পরে ম্যাচটি জিতেও যায় কলকাতা।
একই মাঠে চলতি আসরে সোমবার মুম্বাইয়ের বিপক্ষে আরেকবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। আসরে দলের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ না পাওয়া মানিশকে এদিন ফের ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে সাত নম্বরে নামানো হয় রাঘুভানশির জায়গাতেই, যিনি আউট হন আগের বলটিতে।
এবার অবশ্য ব্যাট হাতে খুব একটা প্রভাব মানিশ রাখতে পারেননি। ২ চার ও এক ছক্কায় ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে যান তিনি। ১১৬ রানে গুটিয়ে যায় কলকাতা।
আইপিএল অভিষেকে মুম্বাইয়ের হয়ে ২৪ রানে ৪ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার আশওয়ানি কুমার।