স্বর্ণা আক্তারের সেঞ্চুরিতে বড় জয় পেল আবাহনী লিমিটেড, বাঁহাতি স্পিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জেতালেন সানজিদা আক্তার।
Published : 03 Mar 2025, 10:51 PM
দুই ম্যাচ আগে সম্ভাবনা জাগালেও দলের ইনিংসের সমাপ্তি ঘটায় তিন অঙ্ক ছুঁতে পারেননি স্বর্ণা আক্তার। সপ্তাহ পেরোতেই সেই আক্ষেপ দূর করে নিলেন তরুণ অলরাউন্ডার। চমৎকার ব্যাটিংয়ে করলেন ঝড়ো সেঞ্চুরি। তার দল আবাহনী লিমিটেড পেল বড় জয়।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে সোমবারের আরেক ম্যাচে বাঁহাতি স্পিনের জাদু দেখান সানজিদা আক্তার মেঘলা। তার ঘূর্ণিতে অনায়ায় জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ইউল্যাব ক্রিকেট মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ১৬৮ রানে হারায় আবাহনী। ৩২১ রানের লক্ষ্যে পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেটে ১৫২ রান করে খেলাঘর।
ছয় ম্যাচে আবাহনীর এটি চতুর্থ জয়। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেন ফারজানা হক ও দিলারা আক্তার। ৪ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৩৯ রান করেন দিলারা। ফারজানার ব্যাট থেকে আসে ৫৭ রান।
এই নিয়ে চলতি লিগের ছয় ম্যাচেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন আবাহনী অধিনায়ক। এখন পর্যন্ত ৬ ম্যাচে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে অভিজ্ঞ এই ব্যাটারের সংগ্রহ ৪২৮ রান। আর কোনো ব্যাটার তিনশ রানও করতে পারেননি।
তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ১১৩ বলে ১৪২ রানের জুটি গড়েন স্বর্ণা। লিগে নিজের প্রথম ফিফটিতে ৬৭ বলে ৭০ রান করেন রুবাইয়া।
৪৪ বলে পঞ্চাশ ছুঁয়ে আরও এগিয়ে যান স্বর্ণা। পরের পঞ্চাশ রান করেন ৪০ বলে। সেঞ্চুরি ছুঁয়ে অবশ্য আর টিকতে পারেননি। ৯ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ১০২ রান করেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার।
বড় লক্ষ্যে কোনো লড়াই করতে পারেনি খেলাঘর। সাত নম্বরে নেমে ১০৩ বলে দলের সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তাজিয়া আক্তার। এছাড়া নিপার আক্তার করেন ৩৭ রান।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কলাবাগান ক্রীড়া চক্রকে মাত্র ৮৫ রানে গুঁড়িয়ে ৯ উইকেটের জয় পায় মোহামেডান।
পাঁচ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের চতুর্থ জয় এটি। আরও চার দলের ঝুলিতে আছে সমান ৮ পয়েন্ট। শ্রেয়তর নেট রান রেটে এক নম্বরে মোহামেডান।
কলাবাগানকে অল্পতেই অলআউট করার পথে ৯ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৪ রান খরচায় ৫ উইকেট নেন সানজিদা। বাঁহাতি পেসার ফারিহা আক্তার নেন ২ উইকেট।
পাঁচ নম্বরে নেমে ১১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তমালিকা সুমনা। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু দিশা বিশ্বাস (১৫ বলে ১৩ রান)।
ছোট লক্ষ্যে শুরুতে ফিরে যান মোহামেডানের ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার। ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। মুর্শিদা ৩৬ বলে ২২ ও শারমিন ৩৪ বলে করেন ৪০ রান।