বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ফিটনেসের দিক থেকে খেলার মতো অবস্থায় এলে সিলেট স্ট্রাইকার্সে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে, বললেন প্রধান কোচ একেএম মাহমুদ ইমন।
Published : 28 Dec 2024, 05:32 PM
টুর্নামেন্ট শুরুর বাকি ৪৮ ঘণ্টারও কম সময়। এখনও সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দেননি গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে ছাড়াই অনুশীলন শুরু করেছে ২০২৩ আসরের রানার্স-আপরা। তবে প্রধান কোচ একেএম মাহমুদ ইমন বললেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা।
গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর থেকে মাঠের বাইরে মাশরাফি। এবারের বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার। প্লেয়ার্স ড্রাফট থেকে দ্বিতীয় ডাকে তাকে দলে ভিড়িয়েছে সিলেট। কিন্তু এখন অভিজ্ঞ পেসারের বিপিএলে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশেষ করে গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাদপ্রদীপের আলোর বাইরে মাশরাফি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপিএলে কি আদৌ খেলতে দেখা যাবে টুর্নামেন্টটির সবচেয়ে সফল অধিনায়ককে।
মিরপুর বিসিবির একাডেমি মাঠে শনিবার দলের অনুশীলন শেষে এই বিষয়ে পরিষ্কার উত্তর দিতে পারেননি মাহমুদ। তবে মাশরাফিকে দলের অবিচ্ছেদ্য অংশই বলেন সিলেটের প্রধান কোচ।
“আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের ওতপ্রোত অংশ মাশরাফি। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।”
অনিশ্চয়তা কি শুধুই ফিটনেসজনিত বিষয়ে নাকি অন্য কোনো বিষয় জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ।
“মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে। কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।”
এসময় মাহমুদ বলেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা। তবে সেটি যে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিও জানিয়ে দেন তিনি।
“যতক্ষণ পর্যন্ত মাশরাফি খেলার জন্য ফিট হবে না, আমরা বিবেচনায় আনব না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর সিদ্ধান্ত। ও যখন বলবে খেলার জন্য তৈরি... তবু একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, ওই জায়গায় অন্য খেলোয়াড় ডাকব।”
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।