রোহিত শার্মার সময় ফুরিয়ে আসছে বলেই মনে করেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সাঞ্জায় মাঞ্জরেকার।
Published : 31 Mar 2025, 02:13 PM
ক্যারিয়ারের একটা পর্যায় থাকে, যখন শরীর-মন চনমনে থাকে। মাঠে যাওয়ার, অনুশীলন করা বা ম্যাচ খেলার তীব্র তাড়না থাকে। সেই পথ ধরে একটি পর্যায় আসে, যখন মাঠে যেতে যুদ্ধ করতে হয় নিজের সঙ্গে। রোহিত শার্মার ক্যারিয়ারের এখন পরের পর্যায়টিই দেখতে পাচ্ছেন সাঞ্জায় মাঞ্জরেকার। ভারতের সাবেক এই ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারের মতে, রোহিতের সময় ফুরিয়ে আসছে ক্রমেই।
আইপিএলের চলতি আসরের শুরুতে রোহিতের ব্যর্থতার পর এমন মন্তব্য করলেন মাঞ্জরেকার। এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ম্যাচেই অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়েছেন প্রথম ওভারে। প্রথম ম্যাচে তিনি রানের দেখাই পাননি। পরের ম্যাচে দুটি চার মেরেই আউট হয়ে গেছেন।
আইপিএলের আগে তার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তবে আসরজুড়ে অধিনায়কের ফর্ম ততটা ভালো ছিল না। ফাইনালের আগে চার ম্যাচে ফিফটি করতে পারেননি তিনি। ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অবশ্য ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ছিলেন এই ওপেনারই।
তবে আইপিএলে ফিরে আবার ফর্মহীনতার ছাপ তার ব্যাটিংয়ে। মাসখানেক পরই তার বয়স পূর্ণ হবে ৩৮। গত কিছুদিনে সব সংস্করণেই তার আউটের ধরন, ব্যাটিংয়ের নানা দিক নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।
এবার জিওস্টারে আলোচনায় মাঞ্জরেকার বললেন, রোহিতের ক্যারিয়ারে গোধূলির ছায়া দেখতে পাচ্ছেন তিনি।
“রোহিত শার্মা পরিষ্কারভাবেই একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সে আর, ধরুন তিন-চার বছর আগের সেই রোহিত শার্মা নেই। ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে সে আছে, যখন প্রতিটি দিন সকালে নিজেকে ঠেলতে হচ্ছে তাকে… কঠোর অনুশীলন করা, সেরা চেহারায় থাকা… কারণ সবকিছু ফসকে যেতে শুরু করেছে তার কাছ থেকে। এখন স্রেফ সহজাত প্রতিভা ও প্রবণতার ওপর নির্ভর করছে সে।”
রোহিতের ফর্মে ফেরার পরের সুযোগ সোমবারই। ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার দল লড়বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।