চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, এমন সমালোচনাকারীদের একহাত নিলেন গাভাস্কার।
Published : 01 Mar 2025, 06:36 PM
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের ক্রিকেটের বাইরে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের একই মাঠে সব ম্যাচ খেলার বিষয়টি। এতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ও বিশ্লেষক। তবে এমন আলোচনায় বিরক্ত ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার। উল্টো সমালোচকদেরই পাল্টা একহাত নিলেন তিনি।
বিশেষ করে, সাবেক দুই ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনকে উদ্দেশ্য করে গাভাস্কার বলছেন, ভারতকে নিয়ে না ভেবে নিজেদের দলের ব্যর্থতার দিকে নজর দেওয়া উচিত তাদের।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে হচ্ছে আইসিসি টুর্নামেন্টটি। ভারতের সব ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
পাকিস্তানে খেলা হচ্ছে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। অন্য প্রতিটি দলকে এক শহর থেকে আরেক শহরে গিয়ে খেলতে হচ্ছে। আবার ভারতের সঙ্গে একই গ্রুপে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে দুবাই ও পাকিস্তানে যাতায়াত করতে হয়েছে। সেখানে ভারত আছে একই জায়গায়। এরই মধ্যে তারা উঠে গেছে সেমি-ফাইনালে। শেষ চারে তো বটেই, ফাইনালে উঠলেও দুবাইয়ে খেলবে রোহিত শার্মার দল।
গত সোমবার স্কাই স্পোর্টস পডকাস্টে আলোচনায় ভারতের বাড়তি সুবিধা পাওয়ার কথা তুলে ধরেন সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান হুসেইন ও আথারটন। এ নিয়ে আগেই বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও চোটের কারণে এই আসরে না থাকা প্যাট কামিন্স। পরে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেনও। ‘ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, এটা বুঝতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেন তিনি।
‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপে হুসেইন ও আথারটনকে ইঙ্গিত করে গাভাস্কার বললেন, তাদের নিজেদের দল নিয়ে ভাবা উচিত।
“আমার মনে হয়, তারা সবাই জ্ঞানী ও অভিজ্ঞ। আপনাদের দল (সেমি-ফাইনালে) উঠতে পারল না কেন, সে দিকে নজর দিচ্ছেন না কেন? আপানাদের এই প্রশ্নটাই করছি, স্যার। প্রতিনিয়ত ভারতের দিয়ে মনোযোগ কথা না দিয়ে আপনারা কি নিজেদের (দলের) দিকে তাকাচ্ছেন? আপনার খেলোয়াড়রা এতটা ভঙ্গুর মানসিক অবস্থার মধ্যে রয়েছে- কোনো নির্দিষ্ট প্রত্যাশা পূরণ করার আগ পর্যন্ত তারা ফলাফলের বিষয়ে চিন্তা করে বলে মনে হয় না।”
“আপনাদের ফলাফল নিয়ে ভাবতে হবে। আপনাদের দেশ নিয়ে ভাবতে হবে, যে দলের জন্য খেলছেন, তাদের নিয়ে ভাবতে হবে। যদি দেশের জন্য খেলেন, তাহলে দায়িত্বটা আরও বড়। সবসময়ই দেখি তারা হা হুতাশ করে- ‘ভারত এটা করেছে, ভারত ওটা করেছে,’, প্রতিনিয়ত চলতে থাকে। আমাদের এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা হা হুতাশ করুক। আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো বিষয় আছে, এই ধরনের মনোভাব থাকা উচিত।”
রাজস্ব আয়ের দিক থেকে বিশ্ব ক্রিকেটে ভারতের অবদান তুলে ধরে সাবেক ক্রিকেটার-বিশেষজ্ঞদের উদ্দেশ্যে গাভাস্কার বলেন, তাদের বেতনের একটি বড় অংশ নির্ভর করে ভারতের আয়ের ওপর।
“আমি আগেই বলেছি, এটা মন্তব্য করার মতোও বিষয় নয়। আসলেই তা নয়। তারা সবসময় হা হুতাশ করে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক থেকে কোন জায়গায় আছে, সেটা তারা বুঝতে পারে না। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব ও মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বুঝতে হবে, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান, তার ওপর তাদের বেতন নির্ভর করে।”