দুই বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার হাতছানি দিনেশ চান্দিমালের সামনে।
Published : 24 Jul 2024, 04:40 PM
ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব ছাড়ায় টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কার কাঁধে গুরুদায়িত্বটি তুলে দিয়েছে তারা। ভারতের বিপক্ষে আসছে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
আসালাঙ্কাকে অধিনায়কত্ব দেওয়ার কথা নিশ্চিত করে মঙ্গলবার ভারত সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ শুরু আগামী শনিবার। পরের দুটি রোববার ও মঙ্গলবার।
চলতি মাসের শুরুতে হুট করে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন হাসারাঙ্গা। গত বিশ্বকাপে তার অধিনায়কত্বে গ্রুপ পর্বই উতরাতে পারেনি লঙ্কানরা।
হাসারাঙ্গার উত্তরসূরি হিসেবে আসালাঙ্কার নামই শোনা যাচ্ছিল বেশি। আইসিসির আচরণবিধি ভাঙায় বছরের শুরুতে বাংলাদেশ সফরের দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন হাসারাঙ্গা। তার অবর্তমানে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন আসালাঙ্কা। এছাড়া লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।
আসালাঙ্কার নেতৃত্বে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শিরোপা ঘরে তুলেছে জাফনা কিংস। আসরের শুরুর দিকে থিসারা পেরেরাকে সরিয়ে মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে দায়িত্ব দেয় জাফনা।
দুই বছরের বেশি সময় পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার হাতছানি দিনেশ চান্দিমালের সামনে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। এবারের এলপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলে ফিরলেন তিনি। ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে ১৬৮.৮২ স্ট্রাইক রেটে করেন ২৮৭ রান।
দলে আরও ফিরেছেন কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো। জায়গা পাননি অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাদিরা সামারাউইক্রামা, ধানাঞ্জায়া ডি সিলভা ও দিলশান মাদুশাঙ্কা।
দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চামিন্দু উইক্রামাসিংহে। ২১ বছর বয়সী অলরাউন্ডার এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে ৮ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩১.৯১ স্ট্রাইক রেটে রান করেন ১৮৬।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু উইক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো।