ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের দলেও নেই জাহানারা আলম।
Published : 13 Jul 2023, 07:15 PM
এক সিরিজ পরই আবার ওয়ানডে দলে ফিরলেন বাঁহাতি পেসার মারুফা আক্তার, টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার ও অলরাউন্ডার সালমা খাতুন। ভারতের বিপক্ষে এই সংস্করণের সিরিজের দলেও নেই অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
উইমেন’স চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৭ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে জাহানারার সঙ্গে বাদ পড়েছেন আরেক পেসার ফারিহা ইসলাম তৃষ্ণাও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না তারা।
মারুফা ও সালমা টি-টোয়েন্টির পর এবার ফিরলেন ওয়ানডে দলেও। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন শারমিন।
ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ ধরতে গিয়ে ঘাড়ে আঘাত পাওয়া সোবহানা মোস্তারিও আছেন ওয়ানডে দলে।
আরও একটি সিরিজের দলে নেই রুমানা আহমেদ। ফলে জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও বাড়ল এই লেগ স্পিনিং অলরাউন্ডারের।
প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর শেষটিতে বৃহস্পতিবার ভারতকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। জয়ের সুবাস মেঘেই তাই ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিকরা।
আগামী রোববার হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ১৯ ও ২২ জুলাই। এই ম্যাচগুলিও হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা।