আইপিএলের আগামী আসর সামনে রেখে নেতৃত্বে বদল আনল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
Published : 15 Dec 2023, 06:47 PM
দুই বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে বড় দায়িত্ব পেলেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ আইপিএল সামনে রেখে এই অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বভার তুলে দিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ হলো দলটির অধিনায়ক হিসেবে রোহিত শার্মার এক দশকের পথচলা।
মুম্বাই ইন্ডিয়ান্স শুক্রবার এক বিবৃতিতে নেতৃত্ব বদলের কথা জানায়।
২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল অভিষেক হয় পান্ডিয়ার। টানা সাত আসরে দলটির হয়ে সব মিলিয়ে তিনি খেলেন ৯২ ম্যাচ। শিরোপা জেতেন চারবার।
আইপিএলের গত দুটি আসরে পান্ডিয়া নেতৃত্ব দেন গুজরাট টাইটান্সকে। ২০২২ সালে নিজেদের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। গত আসরে তারা হয় রানার্সআপ।
আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ কাজে লাগিয়ে গত মাসে গুজরাট থেকে পান্ডিয়াকে দলে ফেরায় মুম্বাই। ৩০ বছর বয়সী ক্রিকেটারকে এবার অধিনায়ক করল তারা।
২০১৩ আইপিএল থেকে রোহিতের নেতৃত্বে খেলছিল মুম্বাই। সেবার টুর্নামেন্টের মাঝপথে রিকি পন্টিংয়ের কাছ থেকে অধিনায়কত্ব পেয়েই মুম্বাইকে প্রথম ট্রফি এনে দেন রোহিত।
মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী অধিনায়ক রোহিত। ধোনির নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস, রোহিতের নেতৃত্বে পাঁচবার মুম্বাই।
গত তিনটি আসর অবশ্য ভালো কাটেনি মুম্বাইয়ের। দুইবার বিদায় নেয় প্রথম পর্ব থেকে। গত আসরে তাদের পথচলা থামে প্লে-অফে।
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় ৯১টি, টাই ৪টি এবং হার ৬৮টি।
৬ হাজার ২১১ রান করে আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। এর মধ্যে প্রায় ৪ হাজার রান তিনি করেছেন অধিনায়ক হিসেবে।