টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল।
Published : 14 Aug 2024, 02:07 PM
ব্যাটিংয়ে কার্যকর ইনিংস খেলতে পারলেন না কেউ। বোলিংয়ে শুরুটা ভালো হলেও চাপ ধরে রাখতে পারলেন না রিপন মন্ডল, ওয়াসি সিদ্দিকিরা। হতশ্রী পারফরম্যান্সে পরপর দুই ম্যাচ হারল বাংলাদেশ এইচপি দল।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স।
তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় পরাজয়। ৯ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান এখন ৮ নম্বরে।
বাংলাদেশ এইচপির বোলারদের তুলাধুনা করে ৫৪ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যাডিলেইড ওপেনার জেইক উইন্টার। ১০ চার ও ৩ ছক্কার ইনিংসে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় অ্যাডিলেইডের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ওভারে জশ কানকে ফেরান রিপন মন্ডল। শুরুর ধাক্কা সামাল দিলেও রানের গতিতে দম দিতে পারছিলেন না উইন্টার ও নোয়াহ ম্যাকফেইডেন।
১০ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬২ রান। তখন ৩০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন উইন্টার। ১১তম ওভারে রকিবুল হাসানের বলে দুটি করে চার-ছক্কা মেরে ডানা মেলে দেন এই ওপেনার। এরপর আর থামেননি।
পরের ওভারে ৩২ বলে ৩৮ রান করা ম্যাকফেইডেনকে ফিরিয়ে ৮৩ রানের জুটি ভাঙেন আবু হায়দার। তাতে তেমন কোনো ফায়দা হয়নি। হ্যামিশ কেইসের সঙ্গে মাত্র ৩৫ বলে ৬৪ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন উইন্টার। ১৯ বলে ২৩ রান করেন ক্যাইস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ও আফিফ হোসেন। আগের দুই ম্যাচে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা পারভেজ এদিন আউট হন ৮ রানে। আরও একবার হতাশ করেন তানজিদ ও আফিফ।
আরেক ওপেনার জিসান আলম একটি করে চার-ছক্কায় করেন ২১ বলে ২৬ রান। পঞ্চম উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন আকবর আলি ও শামীম হোসেন। দুজন মিলে যোগ করেন ৩৫ রান। আকবর ফেরেন ৩৬ রানে।
দলকে দেড়শর কাছাকাছি নিয়ে শেষ ওভারে আউট হন শামীম। ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।
একই মাঠে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ক্রিকেট টেরিটরির মুখোমুখি হবে বাংলদেশ এইচপি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৪৭/৮ (জিসান ২৬, তানজিদ ১, পারভেজ ৮, আফিফ ২, আকবর ৩৬, শামীম ৪২, আবু হায়দার ৮, মাহফুজুর ১৬, রকিবুল ১*, ওয়াসি ৪*; স্কট ৪-০-১৯-১, ওকলি ৩-০-৩১-৩, ম্যাকফেইডেন ২-০-৭-১, ও'কোনেল ২-০-৩১-০, মানেন্তি ৪-০-৩১-৩, পোপ ৪-০-২৭-০)
অ্যাডিলেইড স্ট্রাইকার্স: ১৭.৪ ওভারে ১৪৮/২ (উইন্টার ৮২, কান ০, ম্যাকফেইডেন ৩৮, ক্যাইস ২৩*; রিপন ৩-০-২৭-১, আবু হায়দার ৩-০-১৭-১, রকিবুল ৩-০-৩০-০, আফিফ ২-০-১৭-০, ওয়াসি ৩-০-২৮-০, মাহফুজুর ৩.৪-০-২৯-০)
ফল: অ্যাডিলেইড স্ট্রাইকার্স ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জেইক উইন্টার