কয়েক বছর ধরেই ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাবর আজম। তিন সংস্করণেই সমান তালে রান করে চলেছেন তিনি। সময়ের সেরা ব্যাটসম্যানদের মাঝেই তাকে ধরা হয়। তবে এখনই তাকে বিরাট কোহলির সঙ্গে একই কাতারে রাখার পক্ষে নন মিসবাহ উল হক।
২০১৯ সালের নভেম্বর থেকে প্রায় তিন বছর সেঞ্চুরি খরায় ভুগেছেন কোহলি। ওই সময়ে বাবর ছিলেন ফর্মের তুঙ্গে। এর সঙ্গে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে তখন অনেকেই তুলনা শুরু করেন বাবর ও কোহলির মধ্যে।
এই আলোচনায় অংশ নিতে রাজি নন মিসবাহ। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলির সঙ্গে বাবরকে তুলনা করার সময় এখনও আসেনি।
স্থানীয় সংবাদ মাধ্যমে বর্তমান সময়ের সেরা দুই ব্যাটসম্যানের তুলনা প্রসঙ্গে নিজের ভাবনা জানিয়েছেন মিসবাহ।
“বিরাট কোহলি ও বাবর আজমের তুলনা করা ঠিক নয়। কোহলি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অন্যদিকে, বাবর মাত্র ক্যারিয়ার শুরু করেছে। দুজন সমান ম্যাচ খেলার পর আমাদের তুলনা করা উচিত। এই মুহূর্তে কোহলির অর্জন ধরাছোঁয়ার বাইরে.”
মিসবাহর এমন ভাষ্যর পেছনে যুক্তি আছে যথেষ্টই। ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করা কোহলি প্রায় দেড় দশক ধরে খেলছেন আন্তর্জাতিক মঞ্চে। বাবরের সবে পা পড়েছে ক্যারিয়ারের অষ্টম বছরে।
এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে ২৪১টি ম্যাচ খেলেছেন বাবর। আর কোহলি শুধু ওয়ানডেই খেলে ফেলেছেন ২৭১টি। তিন সংস্করণ মিলিয়ে ৭৪ সেঞ্চুরিতে প্রায় ২৫ হাজার রান করেছেন কোহলি। বাবর ২৮ সেঞ্চুরিতে করেছেন ১২ হাজারের কাছাকাছি রান।