টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে বাংলাদেশ এইচপি দলের তৃতীয় পরাজয় এটি।
Published : 16 Aug 2024, 07:14 PM
প্রথম বলে ড্রেসিং রুমে জিসান আলম। ইনিংসের মাঝামাঝি আরেকটি ধস। শামীম হোসেন ও মাহফুজুর রহমান এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পরে বোলাররাও চেষ্টা করলেন সাধ্যমতো৷ তবু পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ এইচপি দল।
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে বাংলাদেশ এইচপিকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান শাহিনস ('এ' দল)। ডারউইনের টিআইও স্টেডিয়ামে শুক্রবার ১৪২ রানের লক্ষ্য ৭ বল আগে ছুঁয়ে ফেলেছে তারা।
পাঁচ ম্যাচে বাংলাদেশের তৃতীয় পরাজয় এটি। ৯ দলের টুর্নামেন্টে আপাতত পয়েন্ট টেবিলের ৫ নম্বরে তারা। সেমি-ফাইনাল খেলতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।
ওপরের সারির ব্যাটসম্যানদের হতাশার ভিড়ে হাল ধরেন শামীম ও মাহফুজুর। দুজনই খেলেন চল্লিশছোঁয়া ইনিংস। পরে বাঁহাতি স্পিনে নিয়ন্ত্রিত বোলিং করেন মাহফুজুর। সেটি যথেষ্ট হয়নি। তবে ম্যাচসেরার পুরষ্কার জেতেন তরুণ অলরাউন্ডার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই জিসানের উইকেট হারানোর পর প্রাথমিক ধাক্কা সামাল দেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। পাওয়ার প্লেতে আর উইকেট হারায়নি বাংলাদেশ।
সপ্তম ওভারে ফেরেন ১৯ বলে ১৮ রান করা তানজিদ। সেখান থেমে নামে ধস৷ পরের তিন ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন পারভেজ (২০ বলে ২৭), আফিফ হোসেন (৬ বলে ৪) ও আকবর আলি (৪ বলে ১)।
এরপর আর উইকেট পড়তে দেয়নি শামীম-মাহফুজুর জুটি। দুজন মিলে যোগ করেন ৬৪ বলে ৮৩ রান। ৫ চারে ৩৮ বলে ৪৪ রান করেন শামীম। ৩২ বলে ৪১ রানের ইনিংসে ৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন মাহফুজুর।
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট নেন বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল আকরাম।
রান তাড়ায় ঝড়ো সূচনা করেন মোহাম্মদ হারিস। পাওয়ার প্লের শেষ ওভারে লং অফ ফিল্ডার বরাবর যাওয়া বলে দুই রান নিতে গিয়ে কাটা পড়েন দলের অধিনায়ক। ২ চার ও ৩ ছক্কায় ১৮ বলে তিনি করেন ৩২ রান।
এক ওভার পর রান আউট হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান (২১ বলে ১৭)। পরের ওভারে আব্দুল ফাসিহকে আউট করে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেন মুকিদুল ইসলাম।
চতুর্থ উইকেট জুটিতে ৩৫ বলে ৪৬ রান যোগ করেন উসমান খান ও ওমাইর বিন ইউসুফ। এরপর তিন ওভারের মধ্যে চার উইকেট নিয়ে ফের আশা জাগায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করা ইউসুফও রান আউট হন।
শেষ দিকে মোহাম্মদ ইরফান খান ও জাহানদাদ খান ১১ বলে ২০ রানের জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে প্রথম পর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৪১/৫ (জিসান ১, তানজিদ ১৮, পারভেজ ২৭, আফিফ ৪, আকবর ১, শামীম ৪৪*, মাহফুজুর ৪১*; আব্বাস ৪-০-৩৭-১, মুবাশশির ৪-০-২১-১, ইমরান ৪-০-৩৪-০, ফয়সাল ৪-০-১০-৩, জাহানদাদ ৪-০-৩৪-০)
পাকিস্তান শাহিনস: ১৮.৫ ওভারে ১৪৩/৭ (সাহিবজাদা ১৭, হারিস ৩২, ফাসিহ ৯, ইউসুফ ৩৭, উসমান ১৯, মুবাশশির ২, ইরফান ৯*, আব্বাস ০, জাহানদাদ ১১*; রিপন ৪-০-২৭-১, আবু হায়দার ৩-০-৩১-০, রকিবুল ৪-০-২৩-১, মাহফুজুর ৪-০-২৬-১, মুকিদুল ৩.৫-০-৩৩-১)
ফল: পাকিস্তান শাহিনস ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহফুজুর রহমান