জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
প্রথম টেস্ট থেকে পাঁচটি পরিবর্তন এনে খেলতে নেমে দুই সেশনের কম সময়ে গুটিয়ে গেছে আফগানরা।
Published : 02 Jan 2025, 10:59 PM
প্রথমবার ছয়শ রানের ঠিকানায় পৌঁছার দুই দিন পরই মুদ্রার উল্টো পিঠ দেখল আফগানিস্তান। এবার তারা গুটিয়ে গেল দেড়শ পেরিয়েই। নিউমান নিয়ামহুরি, সিকান্দার রাজাদের হাত ধরে দারুণ একটি দিন কাটাল জিম্বাবুয়ে।
বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ১৫৭ রানে গুটিয়ে বিনা উইকেটে ৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে বৃহস্পতিবার খেলা হয়েছে মোটে ৪৭.৩ ওভার।
আফগানদের হয়ে ত্রিশও স্পর্শ করতে পারেননি কেউ। প্রায় চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দিন দলের সর্বোচ্চ ২০ বলে ২৫ রান করেন রাশিদ খান।
প্রথম টেস্টে আফগানিস্তানের ১০ উইকেট নিতে জিম্বাবুয়ের লেগেছিল ১৯৭ ওভার ও দুই দিনের বেশি সময়। একই মাঠে এবার ৪৪.৩ ওভারে দুই সেশনের কম সময়ে সফরকারীদের অল আউট করে দেয় তারা।
আগের টেস্টে অভিষেকে একটি উইকেট নেওয়া বাঁহাতি পেসার নিয়ামহুরি এবার ৪২ রানে ধরেন ৩ শিকার। স্পিনিং অলরাউন্ডার রাজা ৩ উইকেট নেন ৩০ রানে। ব্লেসিং মুজারাবানির প্রাপ্তি ২টি।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এ দিন টস হয় চার ঘন্টার বেশি সময় দেরিতে। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে অনুমিতভাবে বোলিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। উইকেটে আছে ঘাসের ছোঁয়া, পেসাররা পেয়েছেন সহায়তা।
প্রথম টেস্ট থেকে আফগানিস্তান একদশে পরিবর্তন আনে পাঁচটি। অভিষেক হয় রিয়াজ হাসান, ইসমাত আলম ও ফারিদ আহমাদের।
আফগানিস্তানের শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। প্রথম ১০ ওভার নিরাপদে কাটিয়ে দেন আব্দুল মালিক ও রিয়াজ। একাদশ ওভারে ব্রায়ান বেনেটের সরাসরি থ্রোয়ে রিয়াজের রান আউটে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে নিয়ামহুরির শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন মালিক।
জোড়া ধাক্কার পর তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়েন আগের ম্যাচের দুই ডাবল সেঞ্চুরিয়ান রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ জুটি।
শাহিদিকে এলবিডব্লিউ করে দ্বিতীয় শিকার ধরেন নিয়ামহুরি। রাজা পরপর দুই ওভারে বোল্ড করে দেন রেহমাত ও ইসমাতকে। মাঝে রিচার্ড এনগারাভার শিকার আগের ম্যাচে সেঞ্চুরি করা আফসার জাজাই।
৮৪ রানে ৬ ও এক পর্যায়ে ১৩০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ উইকেটে ইয়ামিন আহমাদজাই ও ফারিদের ২৭ রানের জুটিতে কোনোমতে দেড়শ ছাড়াতে পারে তারা। অভিষিক্ত ফারিদ একটি করে চার ও ছক্কায় ১৯ বলে করেন ১৭ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে তিন ওভার নির্বিঘ্নে কাটিয়ে জয়লর্ড গাম্বি ও বেন কারান।
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১৫৭ (মালিক ১৭, রিয়াজ ১২, রেহমাত ১৯, শাহিদি ১৩, জাজাই ১৬, শাহিদউল্লাহ ১২, ইসমাত ০, রাশিদ ২৫, জিয়া ৮*, ইয়ামিন ২, ফারিদ ১৭; এনগারাভা ১২-৪-১৮-১, মুজারাবানি ১২-২-৫৬-২, নিয়ামহুরি ৮.৩-২-৪২-৩, রাজা ১২-২-৩০-৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩ ওভারে ৬/০ (গাম্বি ৪*, কারান ১*; ইয়ামিন ১-০-৪-০, ফারিদ ১-১-০-০, রাশিদ ১-০-১-০)