প্রথম টেস্টের পর দল ছাড়া শাহিন শাহ আফ্রিদিও যোগ দিয়েছেন।
Published : 28 Aug 2024, 05:55 PM
সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড থেকে যাদের ছেড়ে দিয়েছিল পাকিস্তান, তাদেরকে আবার ফিরিয়েছে দলটি। আববার আহেমদ, কামরান গুলামের সঙ্গে ডাক পেয়েছেন এখনও পুরোপুরি ফিট না হয়ে ওঠা আমের জামালও।
দ্বিতীয় টেস্টের জন্য বুধবার ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। সদ্য জন্ম নেওয়া সন্তানকে দেখতে প্রথম টেস্টের পর দল ছেড়ে যাওয়া শাহিন শাহ আফ্রিদিও ফিরেছেন।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে আবরারকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) হয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কন্ডিশন বিবেচনায় কোনো বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি পাকিস্তান। সেখানেই বল হাতে আলো ছড়ান সফরকারীদের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি ১০ উইকেটে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা কামরানও ছিলেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে। কিন্তু পরে তাকে ছেড়ে দেয় শাহিনসের হয়ে খেলার জন্য। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনি দুই ম্যাচে রান করেন অপরাজিত ২০ ও ৩৪। গত মাসে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে অপরাজিত ১০০ রান করেছিলেন তিনি।
এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে চার হাজার ৩৭৭ রান করেছেন কামরান। ১৬ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২০টি। ব্যাটিং গড় ৪৯.১৭। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ২৮টি।
শুরুতে পুরো সিরিজ থেকেই জামালের ছিটকে পড়ার কথা বলেছিল পাকিস্তান। কিন্তু তাকে এক ম্যাচ যেতেই ফেরাল তারা। তবে তার খেলার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ওপর।
দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতেই দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, আমির জামাল (ফিটনেসের ওপর নির্ভর), আবরার আহমেদ, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।