অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক বুথের চিরবিদায়

১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে হকিও খেলেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 09:20 AM
Updated : 20 May 2023, 09:20 AM

জীবনের ইনিংস থেমে গেল ব্রায়ান বুথের। ৮৯ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ার ৩১তম টেস্ট অধিনায়ক।

মিডল-অর্ডার ব্যাটসম্যান ও পার্ট-টাইম অফ স্পিনার ছিলেন বুথ। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ টেস্ট খেলেন তিনি। ৫ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে রান ১ হাজার ৭৭৩। সর্বোচ্চ ১৬৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিজবেনে। নামের পাশে উইকেট আছে তিনটি।

১৯৬১ সালের অ্যাশেজে ম্যানচেস্টারে টেস্ট অভিষেক হয় বুথের। ১৯৬৬ সালে ইংলিশদের বিপক্ষেই খেলেন ক্যারিয়ারের সবশেষ টেস্ট। এর মাঝে দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।

২৭ বছর বয়সে টেস্টের আঙিনায় পা রাখার আগে ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে হকিও খেলেছিলেন বুথ। ২০১৩ সালে দা ক্রিকেট মান্থলি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “তিনি ভাগ্যবান যে, দুটি খেলা (ক্রিকেট ও হকি) খেলতে পেরেছিলেন।”

ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছিলেন বুথ। সব মিলিয়ে ১৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারের নামের পাশে রান ১১ হাজার ২৬৫। সেঞ্চুরি ২৬টি, ফিফটি ৬০টি, সর্বোচ্চ অপরাজিত ২১৪। উইকেট নিয়েছিলেন ১৬টি।

একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বুথের। খেলেছিলেন ৭৯ রানের অপরাজিত ইনিংস।