ভারতীয় অধিনায়ক বললেন, ‘ওকে কালকে ডিনারে নিয়ে যাব।’
Published : 21 Feb 2025, 08:31 AM
বোলারের মাথায় হাত, ফিল্ডার সমানে চাপড় মেরে চলেছেন মাটিতে। ধারাভাষ্যকাররা তো বিশ্বাসই করতে পারছিলেন না। মুহূর্তটিই ছিল এমন। হ্যাটট্রিকের কী দারুণ এক সুযোগ হাতছাড়া! ম্যাচ জেতার পর অবশ্য সেই হতাশাগুলোই রূপ নিল হাস্যরসে। সহজ ক্যাচ ছেড়ে আকসার প্যাটেলকে হ্যাটট্রিক বঞ্চিত করা রোহিত শার্মা মজা করে বললেন, ডিনার করিয়ে পুষিয়ে দেবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বৃহস্পতিবার সেই সুযোগটি তৈরি করেছিলেন আকসার, দুনিয়াজুড়ে সব বোলারের যা আরাধ্য। হ্যাটট্রিক, সেটিও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে। ইনিংসের নবম ওভারে আক্রমণে এসেই দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে ফেরান এই বাঁহাতি স্পিনার।
হ্যাটট্রিক বলটির মুখোমুখি হন জাকের আলি। স্টাম্পের বাইরের বলে আলতো খোঁচা দিয়ে বসেন তিনি। প্রথম স্লিপে অপেক্ষায় তখন রোহিত। বরাবরই স্লিপে যিনি নির্ভরতার নাম। এই ধরনের ক্যাচ তার চোখ বন্ধ করে নেওয়ার কথা। কিন্তু সহজ সেই ক্যাচ হাতে জমাতে পারেননি ভারতীয় অধিনায়ক।
বল মাটিতে পড়ার পর সজোরে তিনবার মাঠে চাপড় মারেন রোহিত। পরে উঠে দাঁড়িয়ে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন বোলারের কাছে। উদযাপন করতে গিয়েও থেমে যান আকসার। খুব বেশি হতাশার প্রতিক্রিয়া তিনি দেখাননি। তবে আক্ষেপ তার ভেতরে যথেষ্টই থাকার কথা। এমন সুযোগ তো রোজ আসে না!
ম্যাচে পরে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করে ভারত। ওই ক্যাচ ছাড়ার প্রসঙ্গে ম্যাচের পর ভারতীয় অধিনায়ক হাসতে হাসতে বলেন, “ওকে কালকে ডিনারে নিয়ে যাব…।”
সঞ্চালক হার্শা ভোগলে মজা করে বলেন, “আপনি যেভাবে মাঠে হাত চাপড়াচ্ছিলেন, তাতে আমরা দুর্ভাবনায় পড়ে গিয়েছিলাম…!’ রোহিত তখন তুলে ধরলেন নিজের হতাশা। আকসার ও অন্য বোলারদের প্রশংসা করতেও ভুললেন না।
“সহজ একটি ক্যাচ ছিল। স্লিপে নিজের জন্য যে মানদণ্ড তৈরি করেছি, ক্যাচটি আমার নেওয়া উচিত ছিল। কিছুটা হতাশাজনক ছিল তাই।”
“তবে এটা বুঝি যে, এই ধরনের ব্যাপারগুলো হতেই পারে। তবে ছেলেরা যেভাবে বোলিং করেছে, ম্যাচটি আমাদের জন্য গড়ে দিয়েছে ওরাই। ৩৫ রানে ৫ উইকেটের পর ওরা অবশ্য বড় একটি জুটি গড়েছে। তবে ক্রিকেটে এসব হয়ই।”