ব্যাটিং সহায়ক উইকেটে শুরুতেই উইকেট নেওয়ার তাগিদ দিলেন ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার।
Published : 13 Nov 2023, 03:53 PM
ব্যাটসম্যানদের দাপটের বিশ্বকাপে প্রাথমিক পর্বেই হয়ে গেছে ছক্কার নতুন রেকর্ড। প্রথমবারের মতো এক আসরে ৬০০ ছক্কার সামনে দাঁড়িয়ে বিশ্বকাপ। বাকি রয়েছে আর তিন ম্যাচ। এর মধ্যে প্রথম সেমি-ফাইনালে বোলারদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে মনে করছেন কুলদিপ ইয়াদাভ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার সেরা চারের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৫৯২টি ছক্কা মেরেছেন ব্যাটসম্যানরা। এর মধ্যে মুম্বাইয়ের মাঠে হওয়া চার ম্যাচে দেখা গেছে ৭৬টি ছক্কা!
তিন ম্যাচে আগে ব্যাট করা দল গড়ে সাড়ে তিনশ ছোঁয়া সংগ্রহ। ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ ও বাংলাদেশের বিপক্ষে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত করে ৩৫৭ রান। অন্য ম্যাচে আফগানিস্তানের ২৯১ রানের জবাবে চোট সামলে গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ২০১* রানের অবিশ্বাস্য ইনিংস।
ওয়াংখেড়ের ব্যাটিংবান্ধব উইকেটে আইপিএলেও নিয়মিতই ওঠে বড় রান। নেদারল্যান্ডসের বিপক্ষে রোববারের ম্যাচ জেতার পর কুলদিপ তাই মনে করিয়ে দিলেন, প্রথম সেমি-ফাইনালে বোলারদের কাজ মোটেও সহজ হবে না।
“এই (মুম্বাইয়ে) ভেন্যুতে বোলিং করা কঠিন। বাউন্স একদম সমান এবং ব্যাটসম্যানরা প্রায়ই এখানে দাপট দেখায়। তবে টি-টোয়েন্টির তুলনায়, (ওয়ানডেতে) বোলারদের ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার জন্য অনেক সময় থাকে।”
“ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ও প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখাতে শুরুতেই কয়েকটি উইকেট নিতে হবে।”
এবারের বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল যেন গত আসরেরই পুনর্মঞ্চায়ন। ইংল্যান্ডে হওয়া গত বিশ্বকাপেও ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় ভারত ও নিউ জিল্যান্ড। বৃষ্টির কারণে দুই দিনে হওয়া ম্যাচটি ১৮ রানে জেতে কিউইরা।
চার বছরের বেশি সময় পর ওই ম্যাচের ফলের পুনরাবৃত্তি কোনোভাবেই চান না ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার।
“ওই (সেমি-ফাইনাল) ম্যাচের পর আমরা অনেক দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছি। আমাদের প্রস্তুতি ভালো এবং টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলছি। পরের ম্যাচেও একই ধারায় খেলার প্রত্যাশা করছি আমরা।”