৬ কোটি ২৫ লাখ রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, এখন দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হতে পারেন এই ইংলিশ ব্যাটসম্যান।
Published : 10 Mar 2025, 09:30 AM
আরও একবার আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি ব্রুক। এই নিয়ে টানা দ্বিতীয়বার নিলামে দল পাওয়ার পরও টুর্নামেন্টে খেলছেন না তিনি। তবে এবার ইংলিশ ব্যাটসম্যানের অপেক্ষায় নিষেধাজ্ঞা।
আইপিএলের এবারের নিলামের আগে নিয়ম করা হয়, নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কোনো বিদেশী ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিলামে অংশ নিতে দেওয়া ও আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে না।
গ্রহণযোগ্য কারণ বলতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে, ‘চোট সমস্যা বা মেডিকেল সংক্রান্ত কোনো ইস্যু’, যেটি ওই ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ব্রুকের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা গত সপ্তাহে ইংল্যান্ডের বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডকে। তার দল দিল্লি ক্যাপিটালসকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। নিলামে এই ব্যাটসম্যানকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছিল দিল্লি।
আইপিএল কর্তৃপক্ষ অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনও। ব্রুক নিজেও আনুষ্ঠানিকভাবে খোলাসা করেননি সরে দাঁড়ানোর কারণ।
তবে কারণটি অনুমান করে নেওয়া যাচ্ছে। জস বাটলার নেতৃত্ব ছাড়ার পর ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক ব্রুক হবেন বলেই ধারণা করা হচ্ছে। তার আইপিএল থেকে সরে দাঁড়ানোয় সেই সম্ভাবনাকেই আরও জোরাল করল। ইসিবির তিন সংস্করণের চুক্তিতেই আছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। আইপিএল না খেলার পেছনে কারণ হতে পারে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’
কারণ যেটাই হোক, চোট বা মেডিকেল সংক্রান্ত ব্যাপার যে নয়, তা নিশ্চিত। নিষেধাজ্ঞার খড়গ তাই ঝুলছে তার সামনে।
গতবারও ব্রুকের খেলার কথা ছিল দিল্লির হয়ে। নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল তারা। কিন্তু দাদির মৃত্যু পর পরিবারের সেঙ্গ থাকার জন্য টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে নিজেকে সরিয়ে নেন তিনি। দাদির মৃত্যুতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে যাননি তিনি সেবার।
এবারও টুর্নামেন্টের কাছাকাছি সময়ে এসেই তিনি নিজেকে সরিয়ে নিলেন। এবারের আইপিএল শুরু আগামী ২২ মার্চ। দিল্লির প্রথম ম্যাচ ২৪ মার্চ।
দিল্লিকে এখন ব্রুকের বিকল্প খুঁজতে হবে। এখনও অধিনায়কের নামও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
ব্রুক এখনও পর্যন্ত একবারই আইপিএলে খেলেছেন। ২০২৩ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এক ম্যাচে ৫৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে বাকি ১০ ইনিংস মিলিয়ে তার রান ছিল ৯০।