ইমার্জিং টিমস এশিয়া কাপ
হংকংকে সহজেই হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল।
Published : 18 Oct 2024, 09:39 PM
দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন রিপন মন্ডল। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেন অধিনায়ক আকবর আলি। হংকংকে অনায়াসে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে শুভসূচনা করল বাংলাদেশ ‘এ’ দল।
টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার বাংলাদেশের জয় ৫ উইকেটে। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ১৫১ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে আকবরের দল।
জয়ের ভিত গড়ে দেন রিপন। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও ২১ বছর বয়সী এই পেসার।
রান তাড়ায় ২৪ বলে ৩ ছক্কা ও ৪টি চারে ৪৫ রান করেন আকবর। তাওহিদ হৃদয় ২২ বলে ২ চার ও এক ছক্কায় করেন ২৯ রান।
হংকংয়ের অর্ধেকের বেশি রান একাই করেন বাবর হায়াত। ৭ ছক্কা ও ২ চারে ৬১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক নিজাকাত খানের ২৫।
টস জিতে বোলিং নেন আকবর। প্রথম ওভারে স্রেফ ১ রান দেওয়া রিপন নিজের পরের ওভারে তিন বলের মধ্যে ফিরিয়ে দেন জিশান আলি ও আনশি রাথকে। শর্ট ডেলিভারিতে লাফিয়ে এক হাতে আনশির দারুণ ক্যাচ নেন আকবর।
পাওয়ার প্লেতে ৩ ওভারে ১৩ রান দিয়ে ওই দুটি শিকার ধরেন রিপন।
নিয়ন্ত্রিত বোলিং করেন দুই স্পিনার রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বিও। নিজাকাতকে এলবিডব্লিউ করে দেন রাব্বি।
তবে দুই পেসার আবু হায়দার ও রেজাউর রহমান রাজা ভালো করতে পারেননি। বিশেষ করে আবু হায়দারের ওপর বেশি চড়াও হন বাবর। সপ্তদশ ওভারে আবু হায়দারের চার বলের মধ্যে তিনটি ছক্কা মারেন তিনি।
অষ্টাদশ ওভারে বোলিংয়ে ফিরে টানা দুই বলে দুটি শিকার ধরেন রিপন। এই ওভারে যদিও একটি করে ছক্কা ও চারে তিনি দেন ১২ রান।
পরের ওভারে বাবরের ঝড় থামান রাজা। শেষ ওভারে একটি উইকেট পেলেও আবু হায়দার ৪ ওভারে রান দেন ৪৪।
লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় বলে আয়ুশ শুকলাকে ছক্কায় ওড়ান পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার জিশান আলম ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়ে বিদায় নেন একটি চারে ১১ রান করে। তিনে নেমে টিকতে পারেনি সাইফ হাসান, সহজ ক্যাচ তুলে দেন তিনি কাভারে।
আরেকটি ছক্কার পর ফের একই চেষ্টায় ইমন ক্যাচ দিয়ে ফেরেন ২৬ বলে ২৮ রান করে।
দলকে এগিয়ে নেন এরপর হৃদয় ও আকবর। দ্বাদশ ওভারে ইয়াসিম মুর্তাজার টানা চার বলে আকবর মারেন দুটি করে চার ও ছক্কা। পরের ওভারে আইজাজ খানকে পরপর ছক্কা চার-মারেন হৃদয়। এর পরের ওভারে তিনি এলবিডব্লিউ হলে ভাঙে ৩৪ বলে ৫৪ রানের জুটি।
আকবর ফিফটির সম্ভাবনা জাগিয়ে বাউন্ডারিতে ধরা পড়ে থামেন জয় থেকে ২২ রান দূরে থাকতে। রাব্বিকে নিয়ে বাকিটা সারেন শামীম হোসেন। ১৫ বলে একটি ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন তিনি।
‘এ’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবেন আকবর- হৃদয়রা।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ২০ ওভারে ১৫০/৮ (জিশান ৪, আনশি ২, নিজাকাত ২৫, বাবর ৮৫, আইজাজ ২, কোয়েটজি ৭, রানা ০, ইয়াসিম ৭, এহসান ১৩*, আতিক ১*; রিপন ৪-০-২৪-৪, আবু হায়দার ৪-০-৪৪-১, রাজা ৪-০-৩৫-১, রাকিবুল ৪-০-২৫-১, রাব্বি ৪-০-১৯-১)
বাংলাদেশ ‘এ’ দল: ১৮.২ ওভারে ১৫১/৫ (জিশান ১১, ইমন ২৮, সাইফ ৫, হৃদয় ২৯, আকবর ৪৫, শামীম ১৯*, রাব্বি ৮*; আয়ুশ ২-০-২৪-০, আতিক ৪-০-২৫-১, এহসান ৪-০-১২-৩, রানা ৩-০-২৯-১, ইয়াসিম ৩-০-৩৫-০, আইজাজ ১-০-১৩-০, আনশি ১.২-০-১২-০)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিপন মন্ডল