ক্লসেনের বদলি হিসেবে আরেক আগ্রাসী কিপার-ব্যাটার টিম সাইফার্টকে দলে নিয়েছে সেন্ট লুসিয়া কিংস।
Published : 29 Aug 2024, 01:24 PM
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলোর একটি হাইনরিখ ক্লসেন। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছিল সেন্ট লুসিয়া কিংস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা এলো দলটির জন্য। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন না দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যান।
জরুরি পারিবারিক প্রয়োজনে এই আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্লসেন। তার বদলি হিসেবে নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যান টিম সাইফার্টকে নিয়েছে সেন্ট লুসিয়া কিংস।
ক্লসেনের ঘাটতি অবশ্য পূরণ করা কঠিন যে কারও জন্যই। এই সময়ের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানদের একজন তিনি। শেষ করে স্পিন বোলিং ধ্বংস করে দিতে তার জুড়ি নেই। ওয়েস্ট ইন্ডিজের বেশির ভাগ উইকেটই মন্থর। স্পিনারদের বড় ভূমিকা সেখানে থাকে। সেই স্পিনারদের গুঁড়িয়ে দিতে ক্লসেন হতে পারতেন সেন্ট লুসিয়ার বড় ভরসা।
এর আগে ২০২২ সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ক্লসেন। সেবার ৫ ম্যাচ খেলে করতে পেরেছিলেন ১১৮ রান। তবে তখনও তার এখনকার মতো ভয়ঙ্কর রূপ ছিল না। ওই টুর্নামেন্টের পর থেকে গত দুই বছরে ৮২টি টি-টোয়েন্টি খেলে ২ হাজার ২৯৩ রান করেছেন তিনি ১৬৯ স্ট্রাইক রেটে। এই সময়ে সেঞ্চুরি করেছেন দুটি, ফিফটি ১৬টি।
তার বদলি হিসেবে সুযোগ পাওয়া সাইফার্ট সিপিএলে বেশ পরিচিত নাম। ২০২০ আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
এবারের সিপিএলে খেলতে পারবেন না সিকান্দার রাজাও। চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারবেন না বলে সামাজিকমাধ্যমে জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তার বদলি হিসেবে এখনও কারও নাম জানায়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।