দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান ৪৫ চার ও ২২ ছক্কা মেরে ফেলেছেন সাত ম্যাচেই।
Published : 21 Mar 2025, 09:24 PM
'চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আমি ১০০ চার ও ৫০টি ছক্কা মারতে চাই। নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আমি কি করতে পারব'- সামাজিক মাধ্যমে মঙ্গলবার লিখেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। ৪৮ ঘণ্টা পর খেলতে নেমে তিনি করেছেন বিধ্বংসী সেঞ্চুরি। পরে ম্যাচ শেষে আবারও মনে করিয়ে দিলেন, লক্ষ্য তার ছক্কার ফিফটি।
দেশের ঘরোয়া ক্রিকেটে বছর দুয়েক ধরেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাঈম। সাদা বলের সব আসরেই রানের তালিকায় ওপরের দিকে থাকছেন তিনি। চলতি প্রিমিয়ার লিগও এর ব্যতিক্রম নয়। তবে শুধু রান করে তৃপ্ত হতে পারছেন না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার। তাই এবার বাউন্ডারি মারার চ্যালেঞ্জ নিয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১ চার ও ৫ ছক্কায় ৬৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নাঈম। লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে ৪৫ চারের সঙ্গে তার ছক্কা ২২টি।
সব ঠিক থাকলে লিগে আরও ৯ ম্যাচ খেলার সুযোগ পাবেন প্রাইম ব্যাংকের ওপেনার। ছক্কার ফিফটি পূর্ণ করতে তাই ৯ ম্যাচে তার প্রয়োজন ২৮ ছক্কা।
শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর নাঈম বললেন, লক্ষ্যপূরণে ছুটতে চান তিনি এভাবেই।
"সত্যি বলতে প্রিমিয়ার লিগে আমি পাঁচশ রান করেছি, ছয়শ রান করেছি, আটশ রান করেছি, এমনকি সাড়ে নয়শ রানও করেছি। তাই এখন নতুন একটা মানসিকতা নিজের কাছে এনেছি যে এটা কী সম্ভব কি না। নিজের সীমাটা বাড়ানোর চেষ্টা করছি।"
"আগে পাঁচশ-ছয়শ রান করলে হয়তো সিঙ্গেল বেশি থাকত, বাউন্ডারি কম মারতাম। এবার ব্যক্তিগতভাবে লক্ষ্য ঠিক করেছি ১০০ বাউন্ডারি ও ৫০ ছক্কা মারার। চেষ্টা থাকবে লক্ষ্য পূরণ করার।"
প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ১৬ ম্যাচে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন নাঈম। সেবার চারের সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্টজুড়ে ৯০টি চারের সঙ্গে মেরেছিলেন ২৬টি ছক্কা।
গত বছরের লিগে নাঈমের ব্যাট থেকে আসে ৫৩৬ রান। সেখানে ছিল ৫৭ চার ও ১৪ ছক্কা। পরে এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩১৬ রান করেন বাঁহাতি ওপেনার।
একই ছন্দে এগিয়ে সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের জার্সিতে আসরের সর্বোচ্চ ৫১১ রান করেন তিনি।
এবার পঞ্চাশ ওভারের প্রিমিয়ার লিগে প্রথম ৭ ম্যাচে তার সংগ্রহ এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৫৯ রান। নাঈম বললেন, বড় ইনিংস খেলার তাড়না বেড়েছে তার।
"গত দুই বছরের রানের অমন কোনো রহস্য নেই। উইকেট আন্দাজ করে, নিজের খেলা বুঝে ধারাবাহিক রান করার চেষ্টা করছি। আগের ভুলগুলো যেন আর না করি। বেশি করে শিক্ষা নিয়ে যেন ইনিংস লম্বা করতে পারি।"
"ক্যারিয়ারের শুরুতে আমি ৪০-৫০-৭০ রানে অনেক আউট হয়েছি। এখন যেদিন সেট হই, সেদিন আর মিস করি না। ভালো শুরু পেলে ইনিংস আরও লম্বা করার চেষ্টা করি। যত লম্বা করা যায়... ১৩০-১৪০... ওয়ানডেতে কোনো সীমা নেই।"