আইপিএল
আইপিএলের নিলামে ইউজবেন্দ্রা চেহেলকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস, এই অঙ্ককে নিজের জন্য উপযুক্ত পারিশ্রমিক বলে মনে করছেন অভিজ্ঞ লেগ স্পিনার।
Published : 25 Nov 2024, 09:10 AM
আইপিএলের ইতিহাসের সফলতম বোলার ইউজবেন্দ্রা চেহেল। নিলামে তাকে নিয়ে কৌতূহল, তাকে দলে পেতে আগ্রহ অনেক থাকারই কথা। চেহেল নিজেও সম্ভাব্য একটি অঙ্ক মাথায় সাজিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন নিজের ধারণার চেয়েও ঢের বেশি পরিমাণে। তবে পারিশ্রমিকের সেই অঙ্ককে নিজের জন্য উপযুক্তই মনে করেন অভিজ্ঞ এই লেগ স্পিনার।
আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে মূল আলোড়ন ছিল রিশাভ পান্তের ২৭ কোটি, শ্রেয়ান আইয়ারের ২৬ কোটি ৭৫ লাখ নিয়ে। তবে তোলপাড় কিছুটা পড়ে যায় চেহেলকে নিয়েও। ৩৪ বছর বয়সী লেগ স্পিনারকে ১৮ কোটি রুপিতে নেয় পাঞ্জাব কিংস।
সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়ে এবারের নিলাম শুরু করেছে পাঞ্জাব। এই দলই তাকে ডাকবে বলে একটা ধারণা চেহেল নিজেও করেছিলেন। তবে শেষ পর্যন্ত অঙ্কটা ছাড়িয়ে গেছে তার ভাবনার সীমানা।
“বেশ নার্ভাস ও উদ্বিগ্ন ছিলাম আমি। এবার যে পরিমাণে পেলাম (অর্থ), গত তিন মৌসুম মিলিয়ে তা পেয়েছি। আমার মনে হচ্ছিল পাঞ্জাব হয়তো নেবে আমাকে, আমার বন্ধুরাও এরকম বলাবলি করছিল। তবে এত উচ্চমূল্য পাওয়ার কথা ভাবিনি। আমার ভাবনায় ছিল ১২-১৩ কোটি রুপি। তবে যেটা পেয়েছি, তা আমার প্রাপ্য।”
“যে দলেই যাই না কেন, শেখার ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ সবসময়ই আছে। আমি নিশ্চিত করব যেন এই মৌসুমে আরও বেশি পরিশ্রম করতে পারি ও সেরাটা দিতে পারি মাঠে।”
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩ সালে আইপিএলে খেলা শুরু করা লেগ স্পিনার পরের আট মৌসুমে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সবশেষ তিন মৌসুমে তিনি ছিলেন রাজস্থান রয়্যালসে।
আইপিএলে ১৬০ ম্যাচ খেলে ২০৫ উইকেট নিয়েছেন তিনি। আর কোনো বোলার এখনও দুইশর স্বাদ পাননি।
পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বললেন, চেহেলসহ অন্যদেরকে নিয়ে নতুন করে দলটা গড়ে তুলতে চান তারা।
“নিলামে থাকা সর্বোচ্চ মানের ভারতীয় স্পিনার ইউজি। আমাদের দলে কিছু ফাঁক ছিল এবং সম্ভাব্য সেরা ক্রিকেটারদের নিয়ে ফাঁকগুলো যতটা সম্ভব পূরণ করতে চাই আমরা। সেটা করার জন্য বেশ অর্থ আমাদের খরচ হয়েছে বটে। তবে আমরা চেষ্টা করছি এই ফ্র্যাঞ্চাইজি একদম নতুন করে গড়ে তুলতে এবং সেরা ক্রিকেটারদের ছাড়া এটা সম্ভব নয়।”
২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেওয়া শ্রেয়াস আইয়ার হয়তো নেতৃত্ব দেবেন দলকে। তার সঙ্গে ১৮ কোটিতে চেহেল, ১১ কোটিতে মার্কাস স্টয়নিস, ৪ কোটি ২০ লাখে গ্লেন ম্যাক্সওয়েলকে নেওয়ার পাশাপাশি আরও বেশ কজনকে তারা নিয়েছে দলে।