টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রেকর্ডের জোয়ারে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে ভারত।
Published : 13 Oct 2024, 10:45 AM
বিধ্বংসী সেঞ্চুরি। প্রায় তিনশ ছোঁয়া দলীয় রান। একগাদা মাইলফলক। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রান আর রেকর্ডের জোয়ারে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে ভারত। রেকর্ড বইয়ের নানা পাতায় পৌঁছে গেছে সেই স্রোত।
তিনশ ছুঁইছুঁই
১০ ওভার শেষে ভারতের রান ছিল ১৫২। তিনশ রান সেখান থেকে করা খুবই সম্ভব। শেষ পর্যন্ত তা পারেনি ভারত। তবে গিয়েছে খুব কাছাকাছি। ২০ ওভারে তারা তুলেছে ৬ উইকেটে ২৯৭ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। বিশ ওভারের ক্রিকেটে তিনশ রান তোলা একমাত্র দল নেপাল। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল তারা।
চার-ছক্কার বৃষ্টি (১)
এই ম্যাচে ২৫টি চার ও ২২টি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বাউন্ডারি থেকে এসেছে মোট ২৩২ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি রেকর্ড।
আগের রেকর্ড ছিল পাঞ্জাবের ২১৬ রান। অন্ধ্র প্রদেশের বিপক্ষে গত বছর ২১ চার ও ২২ ছক্কা মেরেছিল পাঞ্জাবের ব্যাটসম্যানরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছিল নেপালের ২১২ রান।
চার-ছক্কার বৃষ্টি (২)
চার ও ছক্কা মিলিয়ে ৪৭বার বাউন্ডারি পার করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে যা এক ইনিংসে সর্বোচ্চ।
৪৩ বাউন্ডারির আগের রেকর্ড ছিল তুরস্কের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের ও অন্ধ্র প্রদেশের বিপক্ষে পাঞ্জাবের।
রান প্রসবা ওভার
ভারতের ইনিংসের ২০ ওভারের ১৮টিতেই এসেছে ১০ রানের বেশি। ‘বল বাই বল’ হিসাব রাখা আছে, এমন টি-টোয়েন্টি ম্যাচে এটি রেকর্ড।
ইনিংসের প্রথম ওভারে এসেছে ৭ রান, নবম ওভারে ৯ রান। দুটিই করেছেন শেখ মেহেদি হাসান।
স্যামসনের কীর্তি
ভারতের হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম উইকেটকিপার সাঞ্জু স্যামসন। আগের সর্বোচ্চ ৮৯ রান ছিল ইশান কিষানের।
স্যামসনের ঝড়
৪০ বলে সেঞ্চুরি করেছেন সাঞ্জু স্যামসন, ভারতের হয়ে এই সংস্করণে যা দ্বিতীয় দ্রুততম। ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান রোহিত শার্মা।
মাঝপথের সেরা
১০ ওভার শেষে ভারতের রান ছিল ১৫২। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের মাঝপথে এটি তৃতীয় সর্বোচ্চ রান।
কিছুদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৯.৩ ওভারে ১৫৬ রান করে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই বছরই সাইপ্রাসের বিপক্ষে ১০ ওভারে ১৫৪ করেছিল এস্তোনিয়া।
মাঝের তাণ্ডব
ইনিংসের মাঝের ওভারগুলোয় (৭ থেকে ১৬ ওভার) ভারত তুলেছে ১৫২ রান। ‘বল বাই বল’ হিসাব রাখা আন্তজাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই সময়ে সর্বোচ্চ রান নেপালের ১৬৩।
ঝড়ের বেগে দুইশ
১৪ ওভারে দুইশ রান স্পর্শ করেছে ভারত, ‘বল বাই বল’ হিসাব রাখা আন্তর্জাতিক ম্যাচগুলির মধ্যে যা দ্বিতীয় দ্রুততম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩.৫ ওভারে দুইশ করে রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার।
প্রবল বেগে একশ
৭.১ ওভারে দলীয় একশ রান তুলেছে ভারত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সবচেয়ে দ্রুত। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ৮ ওভারে একশ।
ছক্কার রাজত্ব
২০ ওভারে ২২টি ছক্কা মেরেছে ভারত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যা তৃতীয় সর্বোচ্চ।
সবচেয়ে বেশি ২৬ ছক্কার রেকর্ড মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের।
দুইশর সেরা
এবার নিয়ে ৩৭বার দুইশ ছাড়িয়ে গেল ভারত, বিশ ওভারের ক্রিকেটে যা সবচেয়ে বেশি। ৩৬বার দুইশ ছুঁয়েছে সমারসেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩বার এই মাইলফলক পেরিয়েছে অস্ট্রেলিয়া।
টর্নেডো জুটি
৬৯ বলে ১৭৩ রানের জুটি গড়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ ও সাঞ্জু স্যামসন। জুটির রান রেট ১৫.০৪, দেড়শ ছোঁয়া জুটিগুলোর মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।
মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের রোহিত পাউড়েল ও কুশাল মাল্লার ৬৫ বলে ১৯৩ রানের জুটির রান রেট ছিল ১৭.৮১।