প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই বিস্ফোরক ব্যাটসম্যান উসমান খান ও ইরফান খান।
Published : 09 Apr 2024, 05:25 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম জায়গা পেয়েছেন পাকিস্তান দলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দুই বিস্ফোরক ব্যাটসম্যান উসমান খান ও ইরফান খান।
এই সিরিজ দিয়ে নেতৃত্বে নতুন করে যাত্রা শুরু হবে বাবর আজমের। অধিনায়কত্ব হারানো পেসার শাহিন শাহ আফ্রিদিও আছেন ১৭ সদস্যের দলে।
২০২০ সালের অগাস্টে টি-টোয়েন্টিতেই সবশেষ দেশের হয়ে খেলেছিলেন আমির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে ওভার প্রতি সাতের একটু বেশি রান দিয়ে বাঁহাতি এই পেসার নিয়েছেন ৫৯ উইকেট।
গত নভেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ইমাদ আলো ছড়িয়েছেন এবারের পিএসএলে। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি খেলেছেন কার্যকর কিছু ইনিংস।
পাকিস্তানের হয়ে ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। ৬৫ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৪৮৬ রান। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি গত বছরের এপ্রিলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।
বাদ পড়েছেন নিজেকে খুঁজে ফেরা বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ইমাদ ফেরায় তার বিকল্প নিয়ে একটুও ভাবতে হয়নি নির্বাচকদের। মঙ্গলবার দল ঘোষণার সময় পাকিস্তান দলের ম্যানেজার ও নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজ জানান, ফিট না থাকায় বিবেচনা করা হয়নি গতিময় পেসার হারিস রউফকে।
গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করা ওপেনার উসমানের হঠাৎ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জার্সিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। উসমান পাকিস্তান ক্যাম্পে যোগ দেওয়ায় তাকে নিষিদ্ধও করে সংযুক্ত আরব আমিরাত। তবে, বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে উসমান ঠিকই চলে এলেন পাকিস্তান দলে।
পিএসএলে এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা ইরফান পান সেরা ফিল্ডারের পুরস্কার। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে করেন ১৭১ রান। পাকিস্তানের হয়ে ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন তিনি।
পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখার জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান, জামান খান।
রিজার্ভ: হাসিবউল্লাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, আঘা সালমান।