পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ।
Published : 22 Aug 2024, 10:43 AM
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০
শেষ বেলার কঠিন সময়ে সাদমান-জাকিরের দৃঢ়তা
পাকিস্তানের ইনিংস ঘোষণার পর দিনের শেষ ঘণ্টায় কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ইসলাম ও জাকির হাসান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের সামলে ১২ ওভারে ২৭ রান যোগ করে অবিচ্ছিন্ন বাংলাদেশের দুই ওপেনার।
এর আগে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা। তৃতীয় দিন সকালে ৪২১ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে বাংলাদেশ। সাদমান ১২ ও জাকির অপরাজিত রয়েছেন ১১ রানে।
শেষভাগে দুই ওপেনারের স্বস্তির অংশটুকু বাদ দিলে পুরো দিনই দাপট দেখিয়েছে পাকিস্তান। আগের দিন ৪ উইকেটে ১৫৮ রানের সঙ্গে তারা যোগ করেছে আরও ২৯০ রান। বিপরীতে হারিয়েছে মাত্র ২টি উইকেট।
পঞ্চম উইকেটে ২৪০ রানের জুটি গড়েছেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১৪১ রান করেন শাকিল।
আর ক্যারিয়ার ইনিংসে শেষ পর্যন্ত ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ১৫৮/৪) ১১৩ ওভারে ৪৪৮/৬ (ডিক্লে) (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ১৪১, রিজওয়ান ১৭১*, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২৩-৪-৭৭-২, হাসান ২৩-৪-৭০-২, নাহিদ ১৯-০-১০৪-০, মিরাজ ২১-১-৮০-১, সাকিব ২৭-৩-১০০-১)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০ (সাদমান ১২*, জাকির ১১*; শাহিন ৪-১-৮-০, নাসিম ৫-১-৭-০, শাহজাদ ৩-০-৮-০)
৪৪৮ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের
ক্রিজে গিয়েই আক্রমণাত্মক ব্যাটিং করলেন শাহিন শাহ আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটির পঞ্চাশ পূর্ণ হতেই ইনিংস ঘোষণা করলেন শান মাসুদ।
প্রথম ইনিংসে ১১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৮ রান। আফ্রিদি ২৪ বলে ২৯ ও ক্যারিয়ার সেরা ইনিংসে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন।
এছাড়া সাউদ শাকিলের ব্যাট থেকে আসে ১৪১ রান। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটির সংগ্রহ ২৪০ রান।
দ্বিতীয় দিন ৭২ ওভার বোলিং করে মাত্র ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তান করেছেন ২৯০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৪৮/৬ (ডিক্লে) (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ১৪১, রিজওয়ান ১৭১*, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২৩-৪-৭৭-২, হাসান ২৩-৪-৭০-২, নাহিদ ১৯-০-১০৪-০, মিরাজ ২১-১-৮০-১, সাকিব ২৭-৩-১০০-১)
সালমানকে ফেরালেন সাকিব
দলীয় চারশ রানের দুয়ারে দাঁড়িয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন সালমান আলি আঘা। সাকিব আল হাসানের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটের কানায় লেগে পয়েন্টে ক্যাচ দেন সালমান।
৩৬ বলে ১৯ রান করে ফেরেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহিন শাহ আফ্রিদি। ২২১ বলে ১৫৩ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান।
১০৬.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৯৮ রান।
ম্যারাথন জুটি ভাঙলেন মিরাজ
চা বিরতির অল্প কিছুক্ষণ আগে সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ খেলতে থাকা সাউদ শাকিলকে ফিরিয়ে তিনি ভাঙলেন বড় জুটি।
মিরাজের অফ স্টাম্পের বাইরে কিছুটা টেনে দেওয়া ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় কিছুটা বেরিয়ে যায় শাকিলের পেছনের পা। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্প ভেঙে তার বিদায় নিশ্চিত করেন লিটন কুমার দাস।
৯ চারে ২৬১ বলে ১৪১ রান করে ফেরেন শাকিল। তার বিদায়ে ভাঙে ২৪০ রানের জুটি।
৯৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আলি আঘা। ১৮৯ বলে ১২৮ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান।
শাকিল-রিজওয়ানের জুটির দুইশ
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের জুটি। এরই মধ্যে দুইশ ছুঁয়েছে এই জুটির সংগ্রহ।
৮৫ ওভারে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৩১৭ রান। শাকিল ২১৮ বলে ১১৩ ও ক্যারিয়ার সেরা ইনিংসে ১৭২ বলে ১১৯ রানে অপরাজিত রিজওয়ান। জুটির সংগ্রহ ২০৩ রান।
বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে পাকিস্তানের তৃতীয় দুইশ রানের জুটি এটি।
দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ। প্রথম দিন নতুন বলেই টপ-অর্ডারে কাঁপন ধরিয়েছিলেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। বল পুরোনো হওয়ার পর তেমন সুবিধা করতে পারেননি তারা।
এবার দ্বিতীয় নতুন বল নিতেই শরিফুলকে ফেরানো হয়েছে আক্রমণে।
৮০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৯৫ রান।
রিজওয়ানের পর শাকিলের সেঞ্চুরি
চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ধৈর্য ও সহনশীলতার ছাপ রেখে দারুণ এক সেঞ্চুরি করলেন সাউদ শাকিল। মাত্র ১১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া ফিফটি করেছেন আরও ৬টি। মাইলফলকে পৌঁছতে ১৯৫ বল খেলেছেন শাকিল।
৭৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৯০ রান। ১০৯ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। জুটির সংগ্রহ ১৭৬ রান।
রিজওয়ানের সেঞ্চুরি
সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন মোহাম্মদ রিজওয়ান। বল চলে গেল সীমানায়। রিজওয়ান পৌঁছে গেলেন সেঞ্চুরিতে।
৩১ ম্যাচের ক্যারিয়ারে রিজওয়ানের এটি তৃতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
৭৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৭৪ রান। ১৮০ বলে ৯০ রানে খেলছেন আরেক অপরাজিত ব্যাটসম্যান সাউদ শাকিল। দুজনের জুটির সংগ্রহ ১৬০ রান।
অল্পের জন্য সুযোগ হাতছাড়া
মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই সুযোগ তৈরি করলেন লিটন কুমার দাস। তবে শেষ পর্যন্ত গ্লাভসে রাখতে পারলেন না বাংলাদেশের উইকেটরক্ষক। অল্পের জন্য বেঁচে গেলেন মোহাম্মদ।
মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পের ডেলিভারি স্কুপ করেন রিজওয়ান। টের পেয়ে আগেই অন সাইডে সরে যান লিটন। হাত বাড়িয়ে গ্লাভসে নেনও তিনি। কিন্তু ভারসাম্য রাখতে না পারায় শেষ পর্যন্ত তার হাত থেকে পড়ে যায় বল।
তখন ৮৯ রানে ছিলেন রিজওয়ান।
৭১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান। রিজওয়ান ১৩৫ বলে ৯১ ও সাউদ শাকিল ১৭১ বলে ৮৮ রানে অপরাজিত।
প্রথম সেশন পাকিস্তানের
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিল পাকিস্তান। ২৯ ওভারে কোনো উইকেট পড়তে দেননি মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। বিপরীতে তারা যোগ করেন ৯৮ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৫৬ রান। শাকিল ১৬৯ বলে ৮৬ ও রিজওয়ান ১৩১ বলে ৮৯ রানে অপরাজিত। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন ১৪২ রানের জুটি।
রৌদ্রজ্জ্বল দিনে এখন পর্যন্ত একদমই সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। খুব সাবলীলভাবেই রানের চাকা সচল রেখেছেন শাকিল ও রিজওয়ান।
শাকিল-রিজওয়ান জুটির একশ
বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে ধীরে ধীরে পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন শত রানের জুটি।
৫৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। শাকিল ১৩২ বলে ৭৪ ও রিজওয়ান ৭৬ বলে ৬৪ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ১০২ রান।
রিজওয়ানের ফিফটি, পাকিস্তানের দুইশ
নাহিদ রানার শরীর বরাবর আসা শর্ট বল কিছুটা নিচু হয়ে আপার কাটের মতো করলেন মোহাম্মদ রিজওয়ান। থার্ড ম্যান দিয়ে বল চলে গেল সীমানায়। পঞ্চাশে পৌঁছে গেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুইশ পূর্ণ হলো পাকিস্তানের।
প্রায় একই ধরনের পরের ডেলিভারিতে আরও নিয়ন্ত্রণের সঙ্গে একই শটে বাউন্ডারি মারেন রিজওয়ান। এই দুই বল থেকেই অনেকটা বোঝা যায়, দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের চিত্রটা।
নতুন দিনে স্বাগতিকদের তেমন কোনো পরীক্ষায়ই ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। খুব সহজেই রান বাড়াচ্ছেন রিজওয়ান ও সাউদ শাকিল।
৫৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৫ রান। শাকিল ১৩০ বলে ৭২ ও রিজওয়ান ৬৬ বলে ৫৫ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৯১ রান।
শাকিল-রিজওয়ান জুটির পঞ্চাশ
নতুন দিনের শুরুতে তেমন সুবিধা করতে পারছে না বাংলাদেশ। আগের দিনের অবিচ্ছিন্ন জুটিতে পঞ্চাশ পেরিয়ে গেলেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। পরপর দুটি পঞ্চাশছোঁয়া জুটি পেল পাকিস্তান।
৪৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান। শাকিল ১১২ বলে ৬২ ও রিজওয়ান ৪৮ বলে ৩৫ রানে খেলছেন। দুজনের জুটির সংগ্রহ ৫৯ রান।
প্রথম দিন শেষে যেখানে দাঁড়িয়ে টেস্ট
হাসান মাহমুদ, শরিফুল ইসলামের দারুণ শুরুর পর সাইম আইয়ুব ও সাউদ শাকিলের লড়াই। শেষ দিকে সাইম ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছেন শাকিল। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে দ্বিতীয় দিনের শুরুতেই তাই উইকেট প্রয়োজন বাংলাদেশের। অন্যথায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবে স্বাগতিকরা।
মাত্র ১৬ রানে ৩ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে অপরাজিত শাকিল। রিজওয়ান খেলছেন ২৪ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে এসেছে ৪৪ রান।
এর আগে সাইম ও শাকিল মিলে গড়ে তোলেন ৯৮ রানের জুটি। সাইম আউট হন ৫৬ রান করে।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন হাসান ও শরিফুল।
৩০ মিনিট বাড়ল দ্বিতীয় দিনের খেলা
প্রথম দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে অনেক ওভার হারিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে বাড়িয়ে দেওয়া হয়েছে সময়। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে খেলা। আর শেষ হবে ১৫ মিনিট পরেভ
অর্থাৎ বাংলাদেশ সময় ১০টা ৪৫ মিনিটে হবে প্রথম বল। মধ্যাহ্ন বিরতি হবে দুপুর ১টায়। পরে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। আর চা বিরতির পর খেলা চলবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত।