ভিরাট কোহলিকে অধিনায়ক করা হবে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত দায়িত্বটি পেলেন রাজাত পাতিদার।
Published : 13 Feb 2025, 01:35 PM
নতুন অধিনায়কের নাম ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আকর্ষণ তৈরি করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কে হতে পারেন অধিনায়ক, সেটা নিয়ে জল্পনা চলছিল অবশ্য বেশ আগে থেকেই। ভিরাট কোহলিই আবার নেতৃত্বে ফিরতে পারেন, এমন খবর প্রকাশিত হয়েছিল ভারতের নামা সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি হলো চমকপ্রদ। সামাজিক মাধ্যমে নতুন অধিনায়কের নাম জানিয়ে বেঙ্গালুরুর আমন্ত্রণ, “আপনার রাজত্বে স্বাগত, রা-পা….।”
রা-পা মানে রাজাত পাতিদার।
আইপিএলে ভিরাট কোহলি, দেবদুত পাডিক্কাল, ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, জশ হেইজেলউড, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, টিম ডেভিডদের নতুন অধিনায়ক পাতিদার।
রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, ড্যানিয়েল ভেটোরি, কোহলি, ফাফ দু প্লেসি- বেঙ্গালুরুর আগের অধিনায়কদের সবাই ছিলেন আন্তর্জাতিক তারকা। পাতিদার ভারতের হয়ে তিন টেস্ট ও এক ওয়ানডে খেলেছেন বটে, তবে দলে টিকতে পারেননি। এবার ঘরোয়া ক্রিকেটের তারকার ওপর ভরসা রাখল বেঙ্গালুরু।
সামাজিক মাধ্যমের পাশাপাশি বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন অধিনায়কের নাম। টিম ডিরেক্টর মো বাবাট, প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও নতুন অধিনায়ক পাতিদার ছিলেন সেই আয়োজনে।
এমনিতে গত কয়েক মৌসুমে বেঙ্গালুরুর সেরা পারফরমারদের একজন পাতিদার। ২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানোর পর এখনও পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ৭৯৯ রান করেছেন তিনি প্রায় ১৫৯ স্ট্রাইক রেটে। এবার মেগা নিলামের আগে যে তিনজন ক্রিকেটারকে ধরে রাখে দলটি, এর মধ্যে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানও। ১১ কোটি রুপিতে তাকে রেখে দেওয়া হয় দলে।
আইপিএলে নেতৃত্বের স্বাদ এবারই প্রথম পাবেন পাতিদার। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এবারের সৈয়দ মুশতাক আলি ট্রফি ও ভিজায় হাজারে ট্রফিতে নিজ রাজ্য মধ্য প্রদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই দুই আসরে ব্যাট হাতেও তার পারফরম্যান্স ছিল দারুণ।
টি-টোয়েন্টি সংস্করণের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৬১.১৪ গড় ও ১৮৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি, আসরে যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। একদিনের ক্রিকেটের টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে ৫৬.৫০ গড় ও ১০৭ স্ট্রাইক রেটে রান করেন ২২৬।
বরাবরই আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল ও তারকাময় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হলেও এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি বেঙ্গালুরু। তিনবার ফাইনাল খেলেছে দলটি, শেষবার ছিল কোহলির নেতৃত্বে ২০১৬ আসরে। গত পাঁচ আসরের চারটিতে প্লে-অফে খেলেছে তারা।
সবশেষ তিন আসরের অধিনায়ক ফাফ দু প্লেসিকে এবার আর রাখেনি বেঙ্গালুরু। ৪০ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ককে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
নেতৃত্বের ঘোষণার পর সামাজিক মাধ্যমে পাতিদারকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান কোহলি-দু প্লেসিরা।
বেঙ্গালুরুর অধিনায়ক চূড়ান্ত হওয়ার পর এখন আগামী আইপিএলের দুটি দলের অধিনায়কের নাম ঘোষণা বাকি- কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।
কলকাতার গত আসরের শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবার নেতৃত্ব দেবেন পাঞ্জাব কিংসকে। দিল্লির গতবারের অধিনায়ক রিশাভ পান্ত এবার থাকবেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্বে।