টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 21 Jun 2024, 07:56 PM
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো ছিল না সুরিয়াকুমার ইয়াদাভের। প্রথম দুই ম্যাচে দুই অঙ্কই ছুঁতে পারেননি তিনি। তবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচেই করেন ফিফটি। বিস্ফোরক এই ব্যাটসম্যান ছন্দ খুঁজে পাওয়ায় খুব খুশি আনিল কুম্বলে। উত্তরসূরিকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতের সাবেক অধিনায়ক।
বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন সুরিয়াকুমার। ওই ম্যাচে তিনি আউট হয়ে যান ২ রানেই। পরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান, করতে পারেন কেবল ৭ রান।
ব্যর্থতার বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৫০ রান করে ছন্দে ফেরার আভাস দেন সুরিয়াকুমার। যদিও সেদিন সহজাত বিধ্বংসী চেহারায় ছিলেন না তিনি। মন্থর উইকেটে দলের প্রয়োজনে দায়িত্বশীল ইনিংস খেলে অবশ্য পান অধিনায়ক রোহিত শার্মার বাহবা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
সুরিয়াকুমারের চেনা রূপ দেখা যায় সুপার এইটে দলের প্রথম ম্যাচে, বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে। ভারতের ৪৭ রানে জয়ের ম্যাচে ২৮ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি ৩ ছক্কা ও ৫টি চারে। পরে জাসপ্রতি বুমরাহ ৭ রানে ৩ উইকেট নিলেও দারুণ ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার ওঠে সুরিয়াকুমারের হাতে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে কুম্বলে বলেন, চার নম্বরে যেমন ব্যাটিং দরকার ভারতকে ঠিক সেটাই দিচ্ছেন সুরিয়াকুমার।
“চার নম্বরে ব্যাট করতে নামা একজনের কাছ থেকে যে ধরনের পাওয়ার ও স্ট্রোক প্লে দরকার, তার ব্যাটিং ভারতকে সেটাই দেয়। অবশ্যই তা প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করে, কারণ এমন ফর্মে থাকা সুরিয়াকে থামানো সহজ নয়।”
“কোথায় বল করতে হবে, খুঁজে পাবেন না। যেখানেই বল করেন না কেন, তাকে বাউন্ডারি পাওয়া থেকে আটকে রাখা কঠিন। (ভারতের জন্য) যা নিঃসন্দেহে ভালো ব্যাপার। সুপার এইটের প্রথম ম্যাচেই সুরিয়া এই ধরনের ফর্মে ফিরছে।”
সুপার এইটে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, শনিবার। এই রাউন্ডে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা সোমবার শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।