টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার।
Published : 10 Apr 2025, 12:33 AM
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ‘লোকাল ইনভেস্টমেন্ট’ শ্রেণিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বুধবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এরিক এস চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর ছয় দশকের বেশি সময় ধরে দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।