মৌলভীবাজারের গোবিন্দপুরে প্রায় ১ হাজার বিঘা জমিতে সমন্বিত কৃষি খামারে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
Published : 09 Apr 2025, 06:54 PM
মৌলভীবাজারের গোবিন্দপুরে নিজেদের বিশাল সমন্বিত কৃষি খামারে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করবে প্রাণ-আরএফএল গ্রুপ।
বুধবার ঢাকার একটি হোটেলে পোশাক বিপণনকারী সুইডিশ ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’ (হেন্স অ্যান্ড মরিটজ) এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের’ (আইএফসি) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে শিল্প গ্রুপটি।
প্রাণ-আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে তারা বিনিয়োগ করছে। প্রাণ-আরএফএলের এ বিদ্যুৎ কিনবে হেন্স অ্যান্ড মরিটজকে পোশাক সরবরাহকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। আর আইএফসি প্রকল্পে অর্থায়ন করবে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম এর হেড অব সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন ইউসেফ এল নাটুর, আইএফসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক বিক্রম কুমার চুক্তিতে সই করেন।
আহসান খান চৌধুরী বলেন, “একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়তে প্রাণ-আরএফএল গ্রুপ নিজস্ব যে টেকসই লক্ষ্য নির্ধারণ করেছে, তার প্রতিশ্রুতি হিসেবে আমাদের এ খাতে বিনিয়োগ। এ ছাড়া সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা পাশে থাকতে চাই।
“বর্তমানে বিশ্ব টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে। আমরাও এ খাতে ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছি। মৌলভীবাজারের গোবিন্দপুরে প্রায় ১ হাজার বিঘা জমির ওপর আমাদের সমন্বিত কৃষি খামার রয়েছে, যেখানে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হবে। এক্ষেত্রে সরকারকে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় ও সরবরাহের জন্য নীতি সহায়তা দিতে হবে।”