প্রতিষ্ঠানটি আবাসন খাতের বাইরেও সিরামিকস, কনসালটেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্টসহ বিভিন্ন ব্যবসায় জড়িত হয়েছে।
Published : 12 Mar 2025, 07:15 PM
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেড ৩৭ বছরে পা দিয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার শেলটেক টাওয়ারের ড. তৌফিক এম সেরাজ লাউঞ্জে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মিলাদে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭ বছরের পথচলায় শেলটেক আবাসন খাতের বাইরেও সিরামিকস, কনসালটেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত হয়েছে।
প্রয়াত তৌফিক এম সেরাজ ও ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন উদ্দিন আহমেদের হাত ধরে ১৯৮৮ সালে শেলটেক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কারও অর্জন করেছে।