এর আওতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে যুক্ত ১,৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মী জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন।
Published : 04 Mar 2025, 07:14 PM
নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) তাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমা সুবিধা চালু করছে।
মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেটলাইফ বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর সঙ্গে ইউনিলিভার চট্টগ্রামের পরিচ্ছন্নতা কর্মীদের জীবন-জীবিকার মান উন্নত করতে এই বীমা সুবিধা দিচ্ছে।
এর আওতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে যুক্ত ১,৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মী জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। তারা দেড় লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন এবং বিশেষ চিকিৎসা পরিস্থিতিতে শতভাগ সুবিধাও পাওয়া যাবে। এছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা দেওয়া হবে।
এ নিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তিও সই হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানবাধিকার উন্নত করার মাধ্যমে আমরা আজ সামাজিকভাবে ন্যায়সঙ্গত সার্কুলার অর্থনীতির জন্য একটি মানদণ্ড স্থাপন করেছি। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ অন্যদের এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং একসাথে আমরা সুন্দর সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”
মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, “এই যৌথ প্রচেষ্টা শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের জন্যই নয়, বরং একটি শক্তিশালী ও টেকসই কমিউনিটি গঠনে বীমার গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।”
ইপসার ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান বলেন, “এই উদ্যোগের আওতায় চালু হওয়া বীমার সুবিধা আর্থিক স্থিতিশীলতা, নিরাপদ কাজের পরিবেশ ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই সহযোগিতা পরিচ্ছন্নতা কর্মীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ এক ভবিষ্যৎ দেবে।”
২০২২ সালে ইউনিলিভার বাংলাদেশ একাধিক সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে চট্টগ্রামে একটি প্লাসটিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মোট বিক্রি হওয়া প্লাসটিকের চেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা।