১৪০টিরও বেশি দেশ থেকে প্রবাসীরা এ অর্থ পাঠিয়েছেন।
Published : 20 Mar 2025, 07:36 PM
এ বছর রোজার প্রথমার্ধে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী কোম্পানি বিকাশের মাধ্যমে ‘৯০০ কোটি টাকারও বেশি’ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রোজার প্রথম ১৫ দিনে বিকাশে রেমিটেন্স আসার হার গত বছরের তুলনায় বেড়েছে ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বিকাশ বলেছে, সহজে ও নিরাপদে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানোর এই সুবিধার ওপর ক্রমশই আস্থা বাড়ছে প্রবাসীদের। ১৪০টিরও বেশি দেশ থেকে প্রবাসীরা এ অর্থ পাঠিয়েছেন।
বিকাশ বলেছে, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ভূমিকা পালনকারী এই রেমিটেন্স সংগ্রহে একটি ‘শক্তিশালী ইকোসিস্টেম’ তৈরি করেছে বিকাশ। বর্তমানে, শতাধিক আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের (এমটিও) মাধ্যমে এসব দেশ থেকে আসা রেমিটেন্স বাংলাদেশের ২৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে নিষ্পত্তি হয়ে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে প্রবাসীর প্রিয়জনের বিকাশ হিসাবে।
এখন আরও কম খরচে রেমিটেন্সের অর্থ উত্তোলন করতে পারছেন প্রবাসীর স্বজনেরা। সারাদেশের ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে প্রতি হাজারে ৭ টাকা খরচে তারা রেমিটেন্সের অর্থ উত্তোলন করতে পারছেন বলে তুলে ধরেছে বিকাশ।
ইউএসএসডি চ্যানেল *২৪৭# এবং বিকাশ অ্যাপ উভয় পদ্ধতিতে এটিএম ক্যাশ আউটে ৭ টাকা খরচ করতে হচ্ছে রেমিটেন্স গ্রহীতাদের।
এছাড়া, বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো রেমিটেন্সের ওপর প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ মুহূর্তেই পেয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনেরা।
পাশাপাশি, বিকাশের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, যাকাত-ফিতরা, অনুদান প্রদান, সেভিংস অ্যাকাউন্ট খোলা, এনজিওর ঋণের কিস্তি প্রদানসহ অসংখ্য সেবা নেওয়া যাচ্ছে ঘরে বসেই।