Published : 08 Mar 2025, 08:23 PM
হারল্যান স্টোর থেকে পণ্য কিনে স্কুটি জিতেছেন সিরাজগঞ্জের সাবিনা খাতুন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জে হারল্যান স্টোর থেকে দেড় হাজার টাকায় সিওডিল রিজুভি ক্রিম কিনে তিনি প্রথম মেগা পুরস্কার জেতেন বলে হারল্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। গ্রাহকের ফোন নম্বর ও ইনভয়েস নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই নতুন স্কুটি ও লাখ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ রয়েছে।
“ক্রেতারা দেড় শতাধিক হারল্যান স্টোর, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও ওয়েবসাইট থেকে ১ হাজার টাকার বেশি নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য কিনলেই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন।”
ক্রেতা সাবিনা বলেন, “ধন্যবাদ হারল্যান স্টোরকে। নিজের ত্বকের যত্নে অথেনটিক পণ্য কিনে নতুন স্কুটি পেয়ে আমার খুবই ভালো লাগছে।”
হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, “অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরও সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধু শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিশ্চিত করছি দেশে থেকেই তারা পাচ্ছেন বিশ্বমানের পণ্য।”
রিমার্ক এলএলসি ইউএসএ’র সহযোগী কোম্পানি রিমার্ক এইচবি প্রতিষ্ঠা করেছে রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’।