ব্র্যাক ইউনিভার্সিটিতে লিঙ্গসমতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বও ছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2023, 03:37 PM
Updated : 17 June 2023, 03:37 PM

লিঙ্গসমতায় গণতন্ত্র ও সেকুলারিজমের প্রয়োজনীয়তা বিষয়ে সেমিনার করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) ও পিস ক্যাফে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে ‘ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক এ সেমিনার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের অ্যাসিসটেন্ট কোঅর্ডিনেটর কানিজ ফাতিমা।

সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, বাংলায় ‘সেকুলারিজম’ শব্দটির যেই অনুবাদ করা হয়েছে সেটি আসলে সঠিক নয়। ফলে এটি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে।

এসময় শব্দটির নানা অপব্যবহারের বিষয়েও আলোচনা করেন তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটির ইকোনমিকস অ্যান্ড সোশাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক সেউতি সবুর বলেন, “সেবা প্রদানকারী হিসেবে রাষ্ট্রের উচিত তার নাগরিকদের সেবা করা এবং কোনোভাবেই কর্তৃত্বপরায়ণ হওয়া উচিত নয়।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর অ্যাকাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্ট এর ডিরেক্টর শাহরিয়ার সাদাত।