জাপানি সিনেমা দেখল আইইউবির শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে তিনটি সিনেমা দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2024, 01:38 PM
Updated : 12 Feb 2024, 01:38 PM

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল জাপানি চলচ্চিত্রের উৎসব।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ও জাপান দূতাবাস যৌথভাবে গত বৃহস্পতিবার এ উৎসব আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইইউবি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পরপর তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

জাপানি সংস্কৃতির সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিচয় করাতে জাপান দূতাবাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমার প্রশংসা করে জাপান দূতাবাসের পাবলিক রিলেশনস অ্যান্ড কালচার বিভাগের প্রধান কেন কোমিনি বলেন, “উপস্থিত সবাইকে জাপানের ঐতিহ্য উপভোগ করার আহ্বান জানাই। আইইউবি’তে জাপানি ভাষার কোর্স চালু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসান, আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন রাজু, জাপান দূতাবাসের কালচারাল স্পেশালিস্ট কাজী বুশরা আহমেদ তিথি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।