বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে ফল প্রকাশ করা হবে শিগগির।
Published : 20 May 2023, 12:47 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ৯০৮ জন; পাসের হার ৪৫.২২ শতাংশ।
শুক্রবার রাতে ফলাফল প্রস্তুতের কাজ শেষে এ তথ্য জানান বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষার সহসমন্বয়ক অধ্যাপক রাশেদ মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রেজাল্ট আইসিটি সেলের কাছে হস্তান্তর করা হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হলে সেখান থেকে পাবলিশ করা হবে।"
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েসবসাইট এবং ফেইসবুকে পেইজে প্রকাশ করা হবে।
অধ্যাপক রাশেদ জানান, সিজিপিএসহ সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ১০৬.২৮।
চবি ভর্তি: ‘এ’ ইউনিটে প্রথম দিন উপস্থিত ৭৯.৪৬%
এবার 'এ' ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেন ৭৪ হাজার ৬৫৯ জন। মঙ্গলবার ও বুধবার মোট চার শিফটে এই ইউনিটের পরীক্ষায় অংশ নেন মোট ৫৯ হাজার ৬০৯ জন।
গত ১৬ মে এ ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।
শনিবার ও রোববার দুই শিফটে অনুষ্ঠিত হবে ব্যবসায় প্রশাসন অনুষদের 'সি' ইউনিটের পরীক্ষা।