চবি ভর্তি: ‘এ’ ইউনিটে প্রথম দিন উপস্থিত ৭৯.৪৬%

দুইদিনে চার শিফটে নেওয়া হচ্ছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 03:40 PM
Updated : 16 May 2023, 03:40 PM

'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ, প্রথম দিন পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯.৪৬ শতাংশ পরীক্ষার্থী।

মঙ্গল ও বুধবার মোট চার শিফটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। এসব অনুষদের এক হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ৭৪ হাজার ৬৫৯টি।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিন দুই শিফট মিলিয়ে ৩৭৩৪১ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ২৯ হাজার ৬৭২ জন পরীক্ষা দিয়েছে। উপস্থিতির হার ৭৯.৪৬ শতাংশ।

এদিকে প্রথম শিফটের পরীক্ষার আগে সকালে ৮টা ৪৫ এর বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ইঞ্জিনে সমস্যার কারণে ১৫ মিনিট বিলম্বে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।

তাই প্রথম শিফটের পরীক্ষা ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ মিনিট পরে শুরু করা হয়।