কমিটিতে ২০০৮-০৯ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
Published : 13 Feb 2025, 07:39 PM
নতুন করে ৪২৮ জনের নাম অন্তর্ভুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে।
ফলে পূর্বঘোষিত আংশিক কমিটির ২৭ জনসহ মোট ৪৫৫ সদস্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রদলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হল।
কমিটিতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০৪ জন এবং সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ২৪৯ জন।
কমিটিতে ২০০৮-০৯ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত কমিটির সদস্য সচিব শামসুল আরেফিন।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষতির প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির মেয়াদ কত দিন হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি সেখানে।
শামসুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রী হল কমিটি দিতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যতদিন এই কাজগুলো আমরা করতে না পারছি, ততদিন এ কমিটি কাজ কাজ করবে।”
কমিটিতে অবমূল্যায়নের অভিযোগ প্রসঙ্গে শামসুল আরেফিন বলেন, “আমাদের দৃষ্টি সীমার ভেতরের সবাইকেই মূল্যায়িত করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের মূল্যায়ন করার চেষ্টা করব।”
২০২৪ সালের ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল।
কমিটি ঘোষণার পরই ত্যাগীদের অবমূল্যায়ন, ‘মাইম্যান’, ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ তুলে আন্দোলন করে পদবঞ্চিতরা। ক্যাম্পাসে তারা বিভিন্ন সময়ে বিক্ষোভ ও মশাল মিছিল করে প্রতিবাদ জানায়।
তবে এসব পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়নের আশ্বাস দিয়ে প্রায় এক মাস পর সদ্য সাবেক নেতাদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নতুন আহ্বায়ক কমিটি।