বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের প্রতিবাদে এসব মাইক বন্ধ করা হয়।
Published : 13 Feb 2025, 06:10 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চার দশক পূর্তির সমাবেশে ২৬টি মাইক বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়। সমাবেশ ঘিরে সকাল সাড়ে ৯টা থেকে মাইকের আওয়াজ শুরু হয়।
এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়ুয়া ও টিএসসি সংলগ্ন রোকেয়া হল ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের প্রতিবাদে পরে মাইক বন্ধ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে লাইব্রেরিতে এসে মাইকের তীব্র আওয়াজে কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না।
“শব্দ এতো তীব্র যে মনে হচ্ছে যেন লাইব্রেরির ভেতরেই প্রোগ্রাম হচ্ছে। অনেকের পরীক্ষা চলমান। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মত না।”
বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মাইক বন্ধ করার বিষয়ে বলতে অনুষ্ঠানস্থলে গেলে আয়োজকদের একাংশের সঙ্গে বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের।
পরে সংগঠনটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, “আমরা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাইকগুলো বন্ধ করে দিচ্ছি, তবে অনুষ্ঠান চলবে।”
শিক্ষার্থীদের দাবির মুখে ২৬টি মাইক বন্ধ হলেও রাজু ভাস্কর্যে তখনও ছয়টি সাউন্ডবক্স চলছিল।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে ফোন করা হলে তিনি ধরেননি।
বিকেল ৩টার দিকে এ সমাবেশ শেষ করেন আয়োজকরা।