বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রয়োজনে’ নতুন বিভাগ খোলা যাবে না: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে ইউজিসি’র প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের তাগিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2024, 11:05 AM
Updated : 26 Jan 2024, 11:05 AM

‘অপ্রয়োজনে’ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি।

সোমবার ইউজিসিতে এক মতবিনিময় সভায় কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, “কোনো কোনো বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন না। কোনো বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কি না, এসব বিষয় বিবেচনা করতে হবে। একইসঙ্গে বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরুপণ করা প্রয়োজন।”

অপ্রয়োজনে বিভাগ খোলা থেকে বেরিয়ে আসতে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে ইউজিসি’র প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের তাগিদ দেন তিনি। কমিশনের সচিব ফেরদৌস জামান এ সভায় সভাপতিত্ব করেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)