ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালরাতের শহীদদের স্মরণ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান উপাচার্যের।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 04:33 PM
Updated : 25 March 2023, 04:33 PM

১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাতের শহীদদের স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বালন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় গণহত্যার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রোকেয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (তৎকালীন ইকবাল হল), ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনাসহ বিভিন্ন স্থানে শান্তিপ্রিয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ নিরস্ত্র সাধারণ মানুষের উপর নৃশংসতম গণহত্যা চালায়।”

‘অপারেশন সার্চলাইট’ অভিযানের নামে পাকিস্তান হানাদার বাহিনী পরিচালিত এ নারকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ গণহত্যা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে তৈরি প্রামাণিক দলিল আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশ ও প্রচারের মাধ্যমে ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে সহায়তা করবে।"

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।