সংঘর্ষের জেরে পরীক্ষা পেছানোয় আবেদন করার সুযোগ হারিয়েছিলেন এসব শিক্ষার্থী।
Published : 12 Dec 2024, 10:51 PM
সময় বাড়ানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ৪৭তম বিসিএসে আবেদনের জটিলতা দূর হয়েছে।
চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আবেদনের সুযোগ বন্ধ হতে বসেছিল এসব শিক্ষার্থীর। তবে বিসিএসে আবেদনের সময়সীমা পেছানোয় তারা এখন সুযোগ ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ জানুয়ারির মধ্যে যাদের স্নাতক লিখিত পরীক্ষা শেষ হবে, তারা আবেদন করতে পারবেন।
এদিন বিকালে স্থগিত হয়ে যাওয়া ৪৭তম বিসিএসের আবেদনের সময় ঘোষণা করা হয়। এ ব্ষিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
এর আগে গত ২৮ নভেম্বর এই বিসিএসের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। তখন ঘোষণা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলার।
এতে করে সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের যাদের পরীক্ষা রাজধানীতে কয়েকটি কলেজরে শিক্ষার্থীদের মধ্যে মারামারির কারণে স্থগিত করা হয়েছিল, তাদের অংশ নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।
এসব শিক্ষার্থীদেরবেশির ভাগ বিভাগের ক্ষেত্রে ২৩ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। আর ২ জানুয়ারি অর্থনীতি, রসায়ন ও গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ড. মাহবুবর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ২৫ নভেম্বরের পরীক্ষা স্থগিত হয়। স্থগিত পরীক্ষার তারিক পরে ঠিক করা হয় ৬ জানুয়ারি। ফলে তখন সাত কলেজের এসব শিক্ষার্থীর ৪৭তম বিসিএসে আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়।
এর মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ৪ ডিসেম্বর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার ঘোষণা দেয় কমিশন।
তবে ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ শুরু করতে পারেনি পিএসসি।
গত বুধবার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর সেই জটিলতা কেটে যায়। ফলে বৃহস্পতিবার পিএসসি ঘোষণা দেয় ২৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ চলবে।
সাত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সরকারি তিতুমীর কলেজ রয়েছে। এ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজনীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৭তম বিসিএসে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই আমাদের লিখিত পরীক্ষা শেষ হবে। তাই আমরা ৪৭তম বিসিএসের আবেদনের সুযোগ পেতে যাচ্ছি।”
এ কলেজের আরেক শিক্ষার্থী ইসলামের ইতিহাস বিভাগের মামুনুর রহমান হৃদয় আবেদনের সুযোগ পাওয়ার খবরে খুশি হয়েছেন; পিএসসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরনো খবর